ETV Bharat / sitara

মুক্তি পেল 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর ট্রেলার, অন্য রূপে পরিণীতি - পরিণীতি চোপড়া

নেটফ্লিক্সে আসছে 'দ্য গার্ল অন দ্য ট্রেন' । পরিণীতি চোপড়ার অন্যধারার ছবি বলা যেতে পারে এই ক্রাইম থ্রিলারকে । মুক্তি পেল ছবিটির ট্রেলার ।

parinneti chopra in The Girl on the Train
parinneti chopra in The Girl on the Train
author img

By

Published : Feb 4, 2021, 2:26 PM IST

মুম্বই : একটি মৃত্যু, অভিযুক্তের স্মৃতিবিলোপ, যৌন ঈর্ষা, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, প্রেম....এই সব কিছুই ফিরে ফিরে আসবে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এ । টানটান উত্তেজনায় ভরা এই ক্রাইম থ্রিলারের ট্রেলার মুক্তি পেল ।

পরিণীতি চোপড়া, অদিতি রাও হায়দরি, কীর্তি কুলহারি, অবিনাশ তিওয়ারি অভিনীত 'দ্য গার্ল অন দ্য ট্রেন' মুক্তি পাবে নেটফ্লিক্সে । কমার্শিয়াল ছবিতে মেকআপে ভরপুর হয়ে নয়, চোখে ধ্যাবড়া কাজল, এলোমেলো চুল আর ক্ষতবিক্ষত চেহারা নিয়ে অন্য রূপে হাজির পরিণীতি ।

parinneti chopra in The Girl on the Train
...

শহর থেকে একটু দূরে জঙ্গলে একটি খুন হয়ে যায় । এমন এক মহিলা (অদিতি) খুন হন, যাকে দেখতে প্রতিদিন ট্রেনে করে তার বাড়ির সামনে দিয়ে যেতেন পরিণীতি । মহিলাটির জীবন দেখে হিংসায় জ্বলে-পুড়ে যেতেন তিনি । তার মানে কি পরিণীতিই সেই মহিলার প্রাণ নিয়েছেন ? নাকি অন্য কেউ রয়েছে এর পিছনে ?

খুনের তদন্ত করতে আসেন মহিলা পুলিশ অফিসার (কীর্তি) । জেরা করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে, পরিণীতির কিছু বিশেষ স্মৃতি বিলুপ্ত হয়েছে মস্তিষ্ক থেকে । এবার কী হবে ?

সেই প্রশ্নের উত্তর দেবে 'দ্য গার্ল অন দ্য ট্রেন' । 26 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি । দেখে নিন টানটান ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : একটি মৃত্যু, অভিযুক্তের স্মৃতিবিলোপ, যৌন ঈর্ষা, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, প্রেম....এই সব কিছুই ফিরে ফিরে আসবে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এ । টানটান উত্তেজনায় ভরা এই ক্রাইম থ্রিলারের ট্রেলার মুক্তি পেল ।

পরিণীতি চোপড়া, অদিতি রাও হায়দরি, কীর্তি কুলহারি, অবিনাশ তিওয়ারি অভিনীত 'দ্য গার্ল অন দ্য ট্রেন' মুক্তি পাবে নেটফ্লিক্সে । কমার্শিয়াল ছবিতে মেকআপে ভরপুর হয়ে নয়, চোখে ধ্যাবড়া কাজল, এলোমেলো চুল আর ক্ষতবিক্ষত চেহারা নিয়ে অন্য রূপে হাজির পরিণীতি ।

parinneti chopra in The Girl on the Train
...

শহর থেকে একটু দূরে জঙ্গলে একটি খুন হয়ে যায় । এমন এক মহিলা (অদিতি) খুন হন, যাকে দেখতে প্রতিদিন ট্রেনে করে তার বাড়ির সামনে দিয়ে যেতেন পরিণীতি । মহিলাটির জীবন দেখে হিংসায় জ্বলে-পুড়ে যেতেন তিনি । তার মানে কি পরিণীতিই সেই মহিলার প্রাণ নিয়েছেন ? নাকি অন্য কেউ রয়েছে এর পিছনে ?

খুনের তদন্ত করতে আসেন মহিলা পুলিশ অফিসার (কীর্তি) । জেরা করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে, পরিণীতির কিছু বিশেষ স্মৃতি বিলুপ্ত হয়েছে মস্তিষ্ক থেকে । এবার কী হবে ?

সেই প্রশ্নের উত্তর দেবে 'দ্য গার্ল অন দ্য ট্রেন' । 26 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি । দেখে নিন টানটান ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.