ETV Bharat / sitara

'থানেদার'-এর 30 বছর, নস্টালজিক মাধুরি - madhuri dixit

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন মাধুরি । শুটিংয়ের মুহূর্তের সময় তোলা হয়েছিল এই ছবিগুলি । সেখানে এক ফ্রেমে দেখা গিয়েছে জীতেন্দ্র, মাধুরি ও সঞ্জয়কে ।

kj
jh
author img

By

Published : Dec 11, 2020, 2:10 AM IST

মুম্বই : 30 বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল 'থানেদার'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জীতেন্দ্র, সঞ্জয় দত্ত, মাধুরি দীক্ষিত ও জয়া প্রধা । এই ছবি স্মৃতিচারণা করলেন মাধুরি ।

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন মাধুরি । শুটিংয়ের মুহূর্তের সময় তোলা হয়েছিল এই ছবিগুলি । সেখানে এক ফ্রেমে দেখা গিয়েছে জীতেন্দ্র, মাধুরি ও সঞ্জয়কে ।

ছবির ক্যাপশনে মাধুরি লেখেন, "অ্যাকশন, ড্রামা আর অনেক মশলা । থানেদারের 30 বছর । এই ছবির মাধ্যমে একটা স্মরণীয় গান পেয়েছিলাম #তাম্মা তাম্মা"।

এই গানটি কম্পোজ় করেছিলেন বাপি লাহিড়ি । আর অনুরাধা পডওয়ালের সঙ্গে গানটি গেয়েছিলেন বাপি নিজেই ।

'থানেদার' ছবিটি পরিচালনা করেছিলেন রাজ এন সিপ্পি । দুই ভাইয়ের গল্প তুলে ধরা হয়েছিল এই ছবিতে । বাবার মৃত্যুর পর আলাদা হয়ে যায় দুই ভাই । বড় হয়ে একজন আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগ দেয় । আর একজন বাবার মতোই পুলিশ অফিসার হয় ।

মুম্বই : 30 বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল 'থানেদার'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জীতেন্দ্র, সঞ্জয় দত্ত, মাধুরি দীক্ষিত ও জয়া প্রধা । এই ছবি স্মৃতিচারণা করলেন মাধুরি ।

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন মাধুরি । শুটিংয়ের মুহূর্তের সময় তোলা হয়েছিল এই ছবিগুলি । সেখানে এক ফ্রেমে দেখা গিয়েছে জীতেন্দ্র, মাধুরি ও সঞ্জয়কে ।

ছবির ক্যাপশনে মাধুরি লেখেন, "অ্যাকশন, ড্রামা আর অনেক মশলা । থানেদারের 30 বছর । এই ছবির মাধ্যমে একটা স্মরণীয় গান পেয়েছিলাম #তাম্মা তাম্মা"।

এই গানটি কম্পোজ় করেছিলেন বাপি লাহিড়ি । আর অনুরাধা পডওয়ালের সঙ্গে গানটি গেয়েছিলেন বাপি নিজেই ।

'থানেদার' ছবিটি পরিচালনা করেছিলেন রাজ এন সিপ্পি । দুই ভাইয়ের গল্প তুলে ধরা হয়েছিল এই ছবিতে । বাবার মৃত্যুর পর আলাদা হয়ে যায় দুই ভাই । বড় হয়ে একজন আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগ দেয় । আর একজন বাবার মতোই পুলিশ অফিসার হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.