মুম্বই : গায়ে ভারতীয় বায়ুসেনার পোশাক । হাতে হেলমেট, চোখে চশমা । এভাবেই সামনে এল 'তেজাস' ছবিতে কঙ্গনা রানাওয়াতের ফার্স্টলুক । তাঁর পিছনেই দাঁড়িয়ে রয়েছে একটি যুদ্ধবিমান ।
তেজাস ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান । আর সেই বিমানের নামেই ছবির নামকরণ করা হয়েছে । বায়ুসেনার একজন পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে । 'তেজাস'-এর মাধ্যমে এই ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করছেন তিনি ।
ছবি সম্পর্কে কঙ্গনা বলেন, "সেনাবাহিনীতে নিযুক্ত থাকা মহিলারাও যে অনেক সময় দেশের জন্য প্রাণ দেন তা কিছু সময় প্রকাশ্যে আসে না । 'তেজাস' এমন একটি ছবি যেখানে অভিনয় করে আমি গর্ববোধ করি । সেখানে বায়ুসেনার এমন একজন পাইলটের চরিত্রে আমি অভিনয় করছি যে নিজের থেকেও বেশি দেশকে গুরুত্ব দিয়েছে ।"
-
For all the brave hearted and strong headed women in Uniform who make sacrifices for our nation day in and day out .
— Team Kangana Ranaut (@KanganaTeam) February 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kangana to play an airforce pilot in her next , titled - TEJAS#KanganaRanaut @RonnieScrewvala #SarveshMewara @nonabains @rsvpmovies #Tejas pic.twitter.com/m4qHNJufAL
">For all the brave hearted and strong headed women in Uniform who make sacrifices for our nation day in and day out .
— Team Kangana Ranaut (@KanganaTeam) February 17, 2020
Kangana to play an airforce pilot in her next , titled - TEJAS#KanganaRanaut @RonnieScrewvala #SarveshMewara @nonabains @rsvpmovies #Tejas pic.twitter.com/m4qHNJufALFor all the brave hearted and strong headed women in Uniform who make sacrifices for our nation day in and day out .
— Team Kangana Ranaut (@KanganaTeam) February 17, 2020
Kangana to play an airforce pilot in her next , titled - TEJAS#KanganaRanaut @RonnieScrewvala #SarveshMewara @nonabains @rsvpmovies #Tejas pic.twitter.com/m4qHNJufAL
প্রযোজক রনি বলেন, "এর আগে আমরা 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক'-এর মতো ছবি তৈরি করেছিলাম । ভারতীয় বায়ুসেনার যে সব বীর পাইলটরা রয়েছেন 'তেজাস' তাঁদের উৎসর্গ করছি আমরা । এই ধরনের গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরা খুবই আনন্দিত । মনে হয় এর মাধ্যমে অনেক মহিলাই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন ।" ছবিটি পরিচালনা করছেন সর্বেশ মারওয়া । এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হল তাঁর । ছবি সম্পর্কে তিনি বলেন, "যখন তোমার প্রথম ছবিতে রনির মতো একজন প্রযোজক ও কঙ্গনার মতো অভিনেত্রী তাও আবার প্রধান চরিত্রে থাকেন তাহলে তো কোনও কথাই নেই ।"
সব ঠিক থাকলে 2021 সালের এপ্রিলে মুক্তি পাবে 'তেজাস'।
কিছুদিন আগে মুক্তি পেয়েছিল 'পাঙ্গা'। সেখানে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা । পরিবার পাশে থাকলে যে কোনও কাজ যে সহজ হয় তাই তুলে ধরা হয়েছিল ছবিতে । বক্স অফিসে ভালো ব্যবসা করে ছবিটি ।
'তেজাস' ছাড়াও জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে অভিনয় করছেন কঙ্গনা । এর পাশাপাশি 'ধাকড়' ছবিতেও দেখা যাবে তাঁকে ।