ETV Bharat / sitara

প্রকাশ্যে হৃতিক-টাইগারের 'ওয়ার' ! - siddharth anand

অ্যাকশন সিনেমা পছন্দ করেন এমন দর্শকদের নজর কাড়বেই 'ওয়ার'-র টিজ়ার । হৃতিক রোশন ও টাইগার শ্রফের একে অপরকে টক্কর দেওয়ার দম বন্ধ করা দৃশ্যগুলি দেখে দর্শক অবাক হতে বাধ্য ।

ওয়ার
author img

By

Published : Jul 15, 2019, 1:13 PM IST

মুম্বই : 53 সেকেন্ডের এই টিজ়ারে দেখা যাচ্ছে হৃতিক ও টাইগার একে অপরের জীবনের পিছনে দৌড়চ্ছেন । টিজ়ারে দেখানো সিকুয়েন্সের সঙ্গে মানানসই ব্যাকগ্রাউন্ড স্কোর তাক লাগিয়ে দিয়েছে দর্শকের ।

হিন্দি সিনেমা জগতে টাইগার শ্রফ নিজেকে একজন নিউ-এজ অ্যাকশন স্টারের পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন । 2014-তে 'ব্যাং ব্যাং'-র পর অ্যাকশন জনারে ফিরে দর্শকদের মন জয় করে নিয়েছেন হৃতিক ।

ছবির নামই দর্শকদের বুঝিয়ে দিচ্ছে তাঁরা সিনেমা হলে গিয়ে ঠিক কী দেখতে চলেছেন । ছবির নাম নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান, 'ওয়ার'-র থেকে ভালো নাম আর তাঁরা পাননি ।

আনন্দ একটি বিবৃতিতে বলেন, "ওয়ার এমন একটা নাম যা বিশ্বব্যাপী শ্রোতার কাছে একটি বড় প্রতিশ্রুতি পৌঁছে দেয় । দর্শকদের সামনে ছবিটি কী তুলে ধরার চেষ্টা করছে তা তার নাম দিয়েই বোঝা যায় ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি আরও বলেন, "যখন আপনি দেশের দু'জন সবথেকে বড় ও সবথেকে ভালো অ্যাকশন সুপারস্টারকে একই ছবিতে কাজ করাচ্ছেন, এবং তাঁদের একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছেন তখন এমন একটা নামেরই প্রয়োজন । ছবিতে হৃতিক ও টাইগারকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে । দর্শক নিশ্চয় জানতে চাইবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার ।"

অভিনেত্রী বাণী কাপুরকে হৃতিকের বিপরীতে এই ছবিতে কাজ করতে দেখা যাবে । ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতেও মুক্তি পাবে ।

হৃতিক ও টাইগারের এই 'ওয়ার' দেশজুড়ে 2 অক্টোবর দেখা যাবে ।

মুম্বই : 53 সেকেন্ডের এই টিজ়ারে দেখা যাচ্ছে হৃতিক ও টাইগার একে অপরের জীবনের পিছনে দৌড়চ্ছেন । টিজ়ারে দেখানো সিকুয়েন্সের সঙ্গে মানানসই ব্যাকগ্রাউন্ড স্কোর তাক লাগিয়ে দিয়েছে দর্শকের ।

হিন্দি সিনেমা জগতে টাইগার শ্রফ নিজেকে একজন নিউ-এজ অ্যাকশন স্টারের পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন । 2014-তে 'ব্যাং ব্যাং'-র পর অ্যাকশন জনারে ফিরে দর্শকদের মন জয় করে নিয়েছেন হৃতিক ।

ছবির নামই দর্শকদের বুঝিয়ে দিচ্ছে তাঁরা সিনেমা হলে গিয়ে ঠিক কী দেখতে চলেছেন । ছবির নাম নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান, 'ওয়ার'-র থেকে ভালো নাম আর তাঁরা পাননি ।

আনন্দ একটি বিবৃতিতে বলেন, "ওয়ার এমন একটা নাম যা বিশ্বব্যাপী শ্রোতার কাছে একটি বড় প্রতিশ্রুতি পৌঁছে দেয় । দর্শকদের সামনে ছবিটি কী তুলে ধরার চেষ্টা করছে তা তার নাম দিয়েই বোঝা যায় ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি আরও বলেন, "যখন আপনি দেশের দু'জন সবথেকে বড় ও সবথেকে ভালো অ্যাকশন সুপারস্টারকে একই ছবিতে কাজ করাচ্ছেন, এবং তাঁদের একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছেন তখন এমন একটা নামেরই প্রয়োজন । ছবিতে হৃতিক ও টাইগারকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে । দর্শক নিশ্চয় জানতে চাইবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার ।"

অভিনেত্রী বাণী কাপুরকে হৃতিকের বিপরীতে এই ছবিতে কাজ করতে দেখা যাবে । ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতেও মুক্তি পাবে ।

হৃতিক ও টাইগারের এই 'ওয়ার' দেশজুড়ে 2 অক্টোবর দেখা যাবে ।

Intro:Body:

war teaser


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.