মুম্বই : সেই জন্মের দিন থেকে জনপ্রিয় তইমুর আলি খান । বাবা সইফ আলি খান আর মা করিনা কাপুর খানের হাজার চেষ্টা সত্ত্বেও পাপারাৎজ়িদের নজর থেকে কিছুতেই সরানো যায় না তাকে । তাই মাঝেমধ্যে বিরক্তির বহিঃপ্রকাশ করে ফেলে তইমুর । বাচ্চা হলেও, সবসময় ক্যামেরার খচখচ, আলোর ঝলকানি কি ভালো লাগে ?
সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটল । মা করিনা আর দিদা ববিতার সঙ্গে বাড়ি ঢুকছিল তইমুর । যেই পাপারাৎজ়িরা করিনার নাম ধরে ডাকা শুরু করেন, ছোট্ট তইমুর তরতর করে এগিয়ে আসে তাদের দিকে ।
হাত তুলে সে চিৎকার করতে থাকে 'নট অ্যালাওড'..অর্থাৎ এখানে ছবি তোলার অনুমতি নেই । এতই চিৎকার করতে শুরু করে সে, যে হাত ধরে তাকে বাড়িতে ঢোকাতে হিমশিম খেয়ে যান করিনা । ভিতরে ঢুকেও লাফালাফি চলতে থাকে তইমুরের । অনেক কষ্টে পরিস্থিতি সামাল দেন অভিনেত্রী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
একটি ফ্যানপেজের দৌলতে এই ভিডিয়ো হু হু করে শেয়ার হতে থাকে সোশাল মিডিয়ায় । খুদের এই কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা । তার সঙ্গে আরও একটি প্রশ্ন উঠতে থাকে, তইমুর বা অন্যান্য স্টারকিডদের শৈশব কি এভাবেই কেড়ে নিচ্ছি আমরা ? TRP-র লোভে কি ছোটো থেকেই তাদের মধ্যে রাগ-বিরক্তির জন্ম দিচ্ছি আমরা ? কে জানে !