ETV Bharat / sitara

সুশান্ত নয়, চনমনে 'রজনীকান্ত জুনিয়র'-এর ভিডিয়ো শেয়ার করলেন স্বস্তিকা - স্বস্তিকা মুখার্জির খবর

'দিল বেচারা' ছবির 'রজনীকান্ত জুনিয়র' ওরফে 'ম্যানি'-কে মনে আছে নিশ্চয়ই । সুশান্ত থেকে ম্যানি হয়ে ওঠার জার্নি শেয়ার করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যিনি নিজে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ।

Swastika mukherjee dil bechara script
Swastika mukherjee dil bechara script
author img

By

Published : Aug 5, 2020, 9:55 AM IST

মুম্বই : 'দিল বেচারা'-র স্মৃতি এখনও মনে গেঁথে রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের । সোশাল মিডিয়ার পাতায় তিনি মাঝেমধ্যেই শেয়ার করছেন সুশান্তের সঙ্গে তাঁর কাটানো বিভিন্ন মুহূর্ত । সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন স্বস্তিকা ।

সিনেমার মুখ্য চরিত্র 'কিজ়ি' আর 'ম্যানি' বসে নিজেদের সংলাপগুলো ঝালিয়ে নিচ্ছেন । পাশে স্ক্রিপ্ট হাতে বসে স্বস্তিকা । রয়েছেন শাশ্বত চ্যাটার্জিও । তবে তিনি ঠিক বসে নেই, আধশোয়া হয়ে সুশান্ত আর সঞ্জনার রিহার্সাল দেখছেন ।

এমনই এক ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা । কোনও এক হোটেলের রুমে বসে তাঁদের 'দিল বেচারা'-র প্রস্তুতি চলছে জোরকদমে । এক মনে নিজের সংলাপ বলে যাচ্ছেন সুশান্ত, ডিপ্রেশনের কোনও ছাপ নেই তো !

ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, "এই থ্রোব্যাকটি দেখে একটা মিশ্র অনুভূতি হচ্ছে ।" ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

মুম্বই : 'দিল বেচারা'-র স্মৃতি এখনও মনে গেঁথে রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের । সোশাল মিডিয়ার পাতায় তিনি মাঝেমধ্যেই শেয়ার করছেন সুশান্তের সঙ্গে তাঁর কাটানো বিভিন্ন মুহূর্ত । সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন স্বস্তিকা ।

সিনেমার মুখ্য চরিত্র 'কিজ়ি' আর 'ম্যানি' বসে নিজেদের সংলাপগুলো ঝালিয়ে নিচ্ছেন । পাশে স্ক্রিপ্ট হাতে বসে স্বস্তিকা । রয়েছেন শাশ্বত চ্যাটার্জিও । তবে তিনি ঠিক বসে নেই, আধশোয়া হয়ে সুশান্ত আর সঞ্জনার রিহার্সাল দেখছেন ।

এমনই এক ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা । কোনও এক হোটেলের রুমে বসে তাঁদের 'দিল বেচারা'-র প্রস্তুতি চলছে জোরকদমে । এক মনে নিজের সংলাপ বলে যাচ্ছেন সুশান্ত, ডিপ্রেশনের কোনও ছাপ নেই তো !

ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, "এই থ্রোব্যাকটি দেখে একটা মিশ্র অনুভূতি হচ্ছে ।" ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.