ETV Bharat / sitara

"এই ফালতু আইন চাই না", ক্রান্তি ময়দানে CAA-র প্রতিবাদে স্বরা

CAA-র প্রতিবাদে ক্রান্তি ময়দানে যাঁরা সমবেত হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম প্রতিবাদী বক্তা ছিলেন স্বরা ভাস্কর । কী বললেন অভিনেত্রী ?

Swara Bhaskar against CAA
Swara Bhaskar against CAA
author img

By

Published : Dec 20, 2019, 12:24 PM IST

মুম্বই : এই দেশে CAA বা NRC-র কী প্রয়োজন রয়েছে ? প্রশ্ন তুললেন স্বরা । এই দেশকে নিয়ে গান্ধিজির যে স্বপ্ন ছিল, সেই আদর্শের সমর্থনে আজ দেশের হাজার হাজার মানুষ প্রতিবাদী হয়েছে, তাঁদের শুধুমাত্র 'বিরোধী' তকমা দিয়ে দেওয়া উচিত নয়, মত স্বরার ।

স্বরা বললেন, "এই দেশে CAA ও NRC-র কোনও প্রয়োজন নেই । যদি এই সিস্টেমের মধ্যে থেকে আদনান স্বামীকে নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে অন্যান্য হিন্দু রিফিউজিদের নাগরিকত্ব দিতে কী সমস্যা ? কেন সংবিধানের পরিবর্তন করতে হবে ?"

আরও পড়ুন : ক্রান্তি ময়দানে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ফারহান

স্বরার মতে, পুরো প্রক্রিয়াটাতে সময় অপচয় হবে, পয়সা অপচয় হবে, করপ্রদানকারীদের টাকা নষ্ট হবে..তাই সারা দেশ জুড়ে সবাই চাইছে এই CAA ও NRC-র মতো "ফালতু আইন"-কে রদ করা হোক ।

তিনি বললেন, "আমরা একটা মতাদর্শের ভিত্তিতে এই প্রতিবাদ করছি । আমাদের সঙ্গে কোনও খারাপ মানুষ, যে গালিগালাজ করে, তার তুলনা করবেন না । আমরা এখানে কেউ কোনও গালিগালাজ করছি না । গান্ধিজিও তাঁর নিজের মতাদর্শের জন্য লড়াই করেছেন, তার মানে কি তিনি গালিগালাজ করেছেন ?"

স্বরার সম্পূর্ণ বক্তব্য শুনে নিন ভিডিয়োতে...

স্বরার বক্তব্য...

মুম্বই : এই দেশে CAA বা NRC-র কী প্রয়োজন রয়েছে ? প্রশ্ন তুললেন স্বরা । এই দেশকে নিয়ে গান্ধিজির যে স্বপ্ন ছিল, সেই আদর্শের সমর্থনে আজ দেশের হাজার হাজার মানুষ প্রতিবাদী হয়েছে, তাঁদের শুধুমাত্র 'বিরোধী' তকমা দিয়ে দেওয়া উচিত নয়, মত স্বরার ।

স্বরা বললেন, "এই দেশে CAA ও NRC-র কোনও প্রয়োজন নেই । যদি এই সিস্টেমের মধ্যে থেকে আদনান স্বামীকে নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে অন্যান্য হিন্দু রিফিউজিদের নাগরিকত্ব দিতে কী সমস্যা ? কেন সংবিধানের পরিবর্তন করতে হবে ?"

আরও পড়ুন : ক্রান্তি ময়দানে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ফারহান

স্বরার মতে, পুরো প্রক্রিয়াটাতে সময় অপচয় হবে, পয়সা অপচয় হবে, করপ্রদানকারীদের টাকা নষ্ট হবে..তাই সারা দেশ জুড়ে সবাই চাইছে এই CAA ও NRC-র মতো "ফালতু আইন"-কে রদ করা হোক ।

তিনি বললেন, "আমরা একটা মতাদর্শের ভিত্তিতে এই প্রতিবাদ করছি । আমাদের সঙ্গে কোনও খারাপ মানুষ, যে গালিগালাজ করে, তার তুলনা করবেন না । আমরা এখানে কেউ কোনও গালিগালাজ করছি না । গান্ধিজিও তাঁর নিজের মতাদর্শের জন্য লড়াই করেছেন, তার মানে কি তিনি গালিগালাজ করেছেন ?"

স্বরার সম্পূর্ণ বক্তব্য শুনে নিন ভিডিয়োতে...

স্বরার বক্তব্য...
Intro:Body:

"এই ফালতু আইন চাই না", ক্রান্তি ময়দানে CAA-র প্রতিবাদে স্বরা





CAA-র প্রতিবাদে ক্রান্তি ময়দানে যাঁরা সমবেত হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম প্রতিবাদী বক্তা ছিলেন স্বরা ভাস্কর । কী বললেন অভিনেত্রী ?



মুম্বই : এই দেশে কেন CAA বা  NRC-র কী প্রয়োজন রয়েছে ? প্রশ্ন তুললেন স্বরা । এই দেশকে নিয়ে গান্ধিজির যে স্বপ্ন ছিল, সেই আদর্শের সমর্থনে আজ দেশের হাজার হাজার মানুষ প্রতিবাদী হয়েছে, তাঁদের শুধুমাত্র 'বিরোধী' তকমা দিয়ে দেওয়া উচিত নয়, মত স্বরার ।



স্বরা বললেন, "এই দেশে CAA ও NRC-র কোনও প্রয়োজন নেই । যদি এই সিস্টেমের মধ্যে থেকে আদনান স্বামীকে নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে অন্যান্য হিন্দু রিফিউজিদের নাগরিকত্ব দিতে কী সমস্যা ? কেন সংবিধানের পরিবর্তন করতে হবে ?"



স্বরার মতে, পুরো প্রক্রিয়াটাতে সময় অপচয় হবে, পয়সা অপচয় হবে, করপ্রদানকারীদের টাকা নষ্ট হবে..তাই সারা দেশ জুড়ে সবাই চাইছে এই CAA ও NRC-র মতো "ফালতু আইন"-কে রদ করা হোক ।



তিনি বললেন, "আমরা একটা মতাদর্শের ভিত্তিতে এই প্রতিবাদ করছি । আমাদের সঙ্গে কোনও খারাপ মানুষ, যে গালিগালাজ করে, তার তুলনা করবেন না । আমরা এখানে কেউ কোনও গালিগালাজ করছি না । গান্ধিজিও তাঁর নিজের মতাদর্শের জন্য লড়াই করেছেন, তার মানে কি তিনি গালিগালাজ করেছেন ?"



স্বরার সম্পূর্ণ বক্তব্য শুনে নিন ভিডিয়োতে...   


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.