ETV Bharat / sitara

রিয়ার বিরুদ্ধে বয়ান দিতে জোর করে সুশান্তের পরিবার : সিদ্ধার্থ পিঠানি - সুশান্ত সিং রাজপুতের খবর

এমনই বললেন, সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি । তিনিই সেই ব্যক্তি, যিনি সুশান্তের মৃত্যুর আগের দিন রাতে তাঁর সঙ্গে একই বাড়িতে ছিলেন । সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য সিদ্ধার্থকে জোর করে অভিনেতার পরিবার । হঠাৎ তাঁদের এই পরিবর্তন দেখে ভয় পেয়েছেন সিদ্ধার্থ ।

Sushant flatmate being pressured to speak against rhea
Sushant flatmate being pressured to speak against rhea
author img

By

Published : Aug 1, 2020, 6:29 PM IST

হায়দরাবাদ : কয়েকদিন আগে সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছে অভিনেতার পরিবার । এবার সামনে আরও এক চাঞ্চল্যকর তথ্য । সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে নাকি রিয়ার বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য জোর করা হয়েছে অভিনেতার পরিবারের তরফ থেকে । শুধু তাই নয়, তাঁকে পটনা যাওয়ার আবদনও করা হয় ।

সিদ্ধার্থ জানান যে, এমনিতে সুশান্তের পরিবার বেশ ভালো । তবে হঠাৎ তাঁদের এই পরিবর্তন দেখে বেশ ভয় পেয়ে যান তিনি । সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যাপারটা জানান সিদ্ধার্থ ।

সিদ্ধার্থ বলেন, "আমায় স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল যে, রিয়া সুশান্তের 15 কোটি টাকা আত্মসাৎ করেছে । আমি ওঁদের জানাই যে, স্যার, আমি সেটাই বলব যেটা আমি জানি, যেটা আমার সামনে ঘটেছে, যেটা আমি বিশ্বাস করি ।"

সিদ্ধার্থের এই কথা শুনে সুশান্তের পরিবার তাঁকে পটনায় আসার আবেদন জানায় । হায়দরাবাদে থেকে কেন তিনি এই কোরোনা পরিস্থিতিতে পটনা যাবেন ? ধন্দে পড়ে যান সিদ্ধার্থ ।

আর তারপরেই তিনি পুলিশকে সবকিছু জানানোর সিদ্ধান্ত নেন । এবং সেটাই করেন তিনি । পুলিশকে মেইল করে পুরোটা জানান তিনি ।

শুনে নিন সিদ্ধার্থের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..

হায়দরাবাদ : কয়েকদিন আগে সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছে অভিনেতার পরিবার । এবার সামনে আরও এক চাঞ্চল্যকর তথ্য । সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে নাকি রিয়ার বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য জোর করা হয়েছে অভিনেতার পরিবারের তরফ থেকে । শুধু তাই নয়, তাঁকে পটনা যাওয়ার আবদনও করা হয় ।

সিদ্ধার্থ জানান যে, এমনিতে সুশান্তের পরিবার বেশ ভালো । তবে হঠাৎ তাঁদের এই পরিবর্তন দেখে বেশ ভয় পেয়ে যান তিনি । সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যাপারটা জানান সিদ্ধার্থ ।

সিদ্ধার্থ বলেন, "আমায় স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল যে, রিয়া সুশান্তের 15 কোটি টাকা আত্মসাৎ করেছে । আমি ওঁদের জানাই যে, স্যার, আমি সেটাই বলব যেটা আমি জানি, যেটা আমার সামনে ঘটেছে, যেটা আমি বিশ্বাস করি ।"

সিদ্ধার্থের এই কথা শুনে সুশান্তের পরিবার তাঁকে পটনায় আসার আবেদন জানায় । হায়দরাবাদে থেকে কেন তিনি এই কোরোনা পরিস্থিতিতে পটনা যাবেন ? ধন্দে পড়ে যান সিদ্ধার্থ ।

আর তারপরেই তিনি পুলিশকে সবকিছু জানানোর সিদ্ধান্ত নেন । এবং সেটাই করেন তিনি । পুলিশকে মেইল করে পুরোটা জানান তিনি ।

শুনে নিন সিদ্ধার্থের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.