মুম্বই : সুশান্তের জীবন এবং সুশান্তের মৃত্যু দু'টোই খুব নাটকীয় । শুধু সেটাই নয়, তাঁর মৃত্যুর পরও কম নাটক হচ্ছে না জীবনের রঙ্গমঞ্চে । সবকিছু নিয়ে একটা দারুণ সিনেমা তৈরি হতে পারে । আর সেটাই হতে চলেছে । শমীক মৌলিকের পরিচালনায় তৈরি হবে 'সুইসাইড অর মার্ডার : অ্যা স্টার ওয়াজ় লস্ট' ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মৌলিক বলেন, "ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় তারকা ও প্রযোজনা সংস্থার মোনোপলিকে শেষ করতেই আমি এই ছবি তৈরি করছি । আমি এই গ্যাংকে ভাঙতে চাই ।"
তিনি আরও বলেন, "আমার গল্পে সুশান্তের সঙ্গে হওয়া অন্যায়গুলোকে ফুটিয়ে তুলতে চেয়েছি । ছেলেটা নিজের জীবন শেষ করে দিল । একের পর এক ফিল্ম থেকে ওঁকে বাদ দেওয়া হল, মানুষ ওঁকে বলি করে দিল ।"
তবে এই ছবিকে ঠিক বায়োপিক বলতে রাজি নন শমীক । তিনি বললেন, "এটা সুশান্তের জীবন থেকে অনুপ্রাণিত । ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গোপনকে ফাঁস করবে ছবিটি ।"
'সুইসাইড অর মার্ডার : অ্যা স্টার ওয়াজ় লস্ট' এটাই প্রমাণ করবে যে, সিনেমা থেকে জীবন নয়, জীবন থেকেই তৈরি হয় সিনেমা ।