মুম্বই : সম্প্রতি একটি সাক্ষাৎকারে একটি গ্রুপের বিরুদ্ধে করা তাঁর মন্তব্যের জন্য বাল্মীকি সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্সি সিনহা ।
টুইটারে ক্ষমা চেয়ে পোস্ট করেন সোনাক্সি । তিনি লেখেন, "2019-র 23 জুলাই সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারের উল্লেখ করে বলছি, বাল্মীকি সম্প্রদায় ও আমাদের সমাজের প্রতি তাঁদের সমস্ত মূল্যবান অবদানকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি ।"
সঙ্গে তিনি আরও লেখেন, "যদি কোনও ব্যক্তি বা সম্প্রদায় আমার দ্বারা ব্য়বহৃত কোনও শব্দে আঘাত পেয়ে থাকেন, এটি অনিচ্ছাকৃত ও কারও কাছে অবমাননাকর হওয়া সত্ত্বেও আমি বিনীতভাবে ক্ষমা চাইছি ।"
- — Sonakshi Sinha (@sonakshisinha) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Sonakshi Sinha (@sonakshisinha) August 4, 2019
">— Sonakshi Sinha (@sonakshisinha) August 4, 2019
একটি সাক্ষাৎকারে বিমানবন্দরে তাঁর লুক নিয়ে জানতে চাইলে তিনি উত্তর দেওয়ার সময় 'ভাঙ্গি' শব্দের ব্য়বহার করেছিলেন । যে কারণে বাল্মীকি সম্প্রদায়ের শিকার হতে হয়েছিল অভিনেত্রী সোনাক্সি সিনহাকে । এই সম্প্রদায়ের বিক্ষুব্ধ সদস্য়রা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুরাদাবাদে অভিনেত্রীর কুশপুতুলও পোড়ান ।
একদিক তিনি যেমন একটি সম্প্রদায়ের সমালোচনা পাচ্ছেন, অন্যদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত 'খানদানি সাফাকানা'-তে অভিনয়ের মাধ্যমে তাঁকে ঘিরে সেক্স-রিলেটেড ট্যাবুগুলি ভেঙে ফেলার লক্ষ্যে রয়েছেন সোনাক্সি ।