ETV Bharat / sitara

চুল কেটে নতুন লুকে কৃতি - nupur chops of kriti sanon long hair

বাড়িতেই কৃতির চুল কেটে দিলেন তাঁর বোন নুপুর শ্যানন । চুল কাটার ভিডিয়ো আজ ইনস্টাগ্রামে শেয়ার করেন কৃতি ।

sdf
sdf
author img

By

Published : May 21, 2020, 2:58 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে বন্ধ পার্লার । ফলে ত্বকের পরিচর্যা বাড়িতেই সারছেন তারকারা । চুলও বাড়িতেই কাটছেন বাড়িতেই । কেউ নিজে কাটছেন । আবার কেউ সাহায্য নিচ্ছেন প্রিয়জনের । আর এবার এই তালিকায় যুক্ত হয়েছেন কৃতি শ্যাননও ।

আজ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কৃতি । সেখানে একটি চেয়ারের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁর পিছনে দাঁড়িয়ে গানের তালে শরীর দুলিয়ে চুল কাটছেন বোন নুপুর । কিন্তু, কতটা চুল তিনি কাটছেন সেটা কোনওভাবেই বুঝতে পারছিলেন না কৃতি । তবে সবশেষে নতুন লুকে হাসি হাসি মুখে ফ্যানদের সামনে আসেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে কৃতি লেখেন, "চুল কখনও এত ছোটো করিনি ! তবে ভালো লাগছে । ধন্যবাদ নুপুর । চুল কাটার সময় তুমি আমায় ভয় ধরিয়ে দিয়েছিলে তোমার বদমায়েশ হাসি দিয়ে ।"

ভিডিয়োতে পালটা কমেন্ট করেন নুপুর । তিনি লেখেন, "দিদি হও তাই ছেড়ে দিলাম । ভাই হলে..."।

কয়েকদিন আগে প্রযোজকদের কাছে এই কঠিন পরিস্থিতির মধ্যে ইন্ডাস্ট্রির দিনমজুরদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন কৃতি । এমনকী, এই বিষয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকেও (CINTAA) নজর দেওয়ার আবেদন জানান তিনি ।

তবে শুধু কৃতিই নন । এর আগে লকডাউনের মধ্যে স্বামীদের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গিয়েছে সোনম কাপুর ও অনুষ্কা শর্মাকে । রান্নাঘরের কাঁচি দিয়ে বিরাটের চুল কাটতে দেখা গিয়েছিল অনুষ্কাকে । স্ত্রীয়ের চুল কাটায় মুগ্ধ হয়েছিলেন বিরাট । আর তারপর আনন্দের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা যায় সোনমকে । অন্যদিকে কারও উপর ভরসা না করে নিজেই নিজের হেয়ারস্টাইলিস্ট হয়ে উঠেছিলেন ইলিয়ানা ও রাধিকা আপ্তে । আর এবার বাড়িতেই কৃতির চুল কেটে দিলেন তাঁর বোন ।

মুম্বই : লকডাউনের মধ্যে বন্ধ পার্লার । ফলে ত্বকের পরিচর্যা বাড়িতেই সারছেন তারকারা । চুলও বাড়িতেই কাটছেন বাড়িতেই । কেউ নিজে কাটছেন । আবার কেউ সাহায্য নিচ্ছেন প্রিয়জনের । আর এবার এই তালিকায় যুক্ত হয়েছেন কৃতি শ্যাননও ।

আজ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কৃতি । সেখানে একটি চেয়ারের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁর পিছনে দাঁড়িয়ে গানের তালে শরীর দুলিয়ে চুল কাটছেন বোন নুপুর । কিন্তু, কতটা চুল তিনি কাটছেন সেটা কোনওভাবেই বুঝতে পারছিলেন না কৃতি । তবে সবশেষে নতুন লুকে হাসি হাসি মুখে ফ্যানদের সামনে আসেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে কৃতি লেখেন, "চুল কখনও এত ছোটো করিনি ! তবে ভালো লাগছে । ধন্যবাদ নুপুর । চুল কাটার সময় তুমি আমায় ভয় ধরিয়ে দিয়েছিলে তোমার বদমায়েশ হাসি দিয়ে ।"

ভিডিয়োতে পালটা কমেন্ট করেন নুপুর । তিনি লেখেন, "দিদি হও তাই ছেড়ে দিলাম । ভাই হলে..."।

কয়েকদিন আগে প্রযোজকদের কাছে এই কঠিন পরিস্থিতির মধ্যে ইন্ডাস্ট্রির দিনমজুরদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন কৃতি । এমনকী, এই বিষয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকেও (CINTAA) নজর দেওয়ার আবেদন জানান তিনি ।

তবে শুধু কৃতিই নন । এর আগে লকডাউনের মধ্যে স্বামীদের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গিয়েছে সোনম কাপুর ও অনুষ্কা শর্মাকে । রান্নাঘরের কাঁচি দিয়ে বিরাটের চুল কাটতে দেখা গিয়েছিল অনুষ্কাকে । স্ত্রীয়ের চুল কাটায় মুগ্ধ হয়েছিলেন বিরাট । আর তারপর আনন্দের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা যায় সোনমকে । অন্যদিকে কারও উপর ভরসা না করে নিজেই নিজের হেয়ারস্টাইলিস্ট হয়ে উঠেছিলেন ইলিয়ানা ও রাধিকা আপ্তে । আর এবার বাড়িতেই কৃতির চুল কেটে দিলেন তাঁর বোন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.