ETV Bharat / sitara

Suhana Khan Comment on Shanaya Kapoor : সবুজ বডি স্য়ুটে শানায়া কাপুরকে দেখে হট খেতাব বন্ধু সুহানা খানের - shanaya kapoor hot pics

সঞ্জয় কাপুর এবং মহীপা কাপুরের কন্যা, শানায়া কাপুর ৷ শাহরুখ কন্যা সুহানা, চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা এবং সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর খুব ভাল বন্ধু ৷ সবুজ সুন্দর একটি পোশাকে ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন শানায়া কাপুর ৷ প্রিয় বন্ধু সুহানা খান দেখে তাকে ‘হট’ বললেন (Suhana Khan says Hot to Shanaya Khan) ৷

Shanaya Kapoor
Shanaya Kapoor
author img

By

Published : Mar 20, 2022, 7:27 PM IST

মুম্বাই (মহারাষ্ট্র), 20 মার্চ : সঞ্জয় কাপুর এবং মহীপা কাপুরের কন্যা, শানায়া কাপুর ৷ যিনি ইতিমধ্যেই করণ জোহরের প্রযোজনায় নতুন ছবি 'বেধড়ক' দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন ৷

শানায় কাপুর, সম্পর্কে সোনম কাপুর ও জাহ্নবী কাপুরের খুড়তুতো বোন ৷ সবুজ সুন্দর একটি পোশাকে সোশ্য়াল মিডিয়ায় এদিন ঝড় তোলেন তিনি ৷ রবিবার তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পেজে তিনি একটি ছবি দেন ৷ যেখানে শানায় কাপুর একটি বিল্ডিংয়ের ছাদে পোজ দেওয়ার একাধিক ফটোগ্রাফ শেয়ার করেছেন (Suhana Khan Comment on Shanaya Kapoor) ।

আরও পড়ুন : Anushka Sharma : আর প্রযোজনা নয়, 'প্রথম প্রেম'-এর কাছে ফিরলেন অনুষ্কা

ছবিতে তাঁকে চুল খোলা অবস্থায় একটি আকর্ষণীয় সবুজ পোশাকে দেখা যায় । শানায়ার মুখে সামান্য় মেক আপ এবং পায়ে হিল । তিনি ক্যাপশনে একটি সবুজ হৃদয় এঁকে দেন। যেখানে শানায়ার প্রিয় বন্ধু সুহানা খান ছবিটিকে ‘হট’ বলে কমেন্ট করেন ৷ বোন খুশি কাপুর এবং তাঁর আরেক বেস্ট ফ্রেন্ড অনন্যা পান্ডেও পোস্টটিতে লাইক করে ।

শাহরুখ কন্যা সুহানা, চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা এবং সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর ছোট থেকেই খুব ভাল বন্ধু ৷

আরও পড়ুন : Sedin Kuasha chilo: নাতনির সঙ্গে এক ফ্রেমে পরাণ, আসছে অর্ণব মিদ্যার ‘সেদিন কুয়াশা ছিল’

সম্প্রতি, শানায়া কাপুর অপূর্ব মেহতার জন্মদিনের অনুষ্ঠানে তার 'বেধড়ক' সহ-অভিনেতার সঙ্গে যোগ দিয়েছিলেন । করণ জোহরের প্রযোজনায় 'বেধড়ক'-এর পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান ৷ ছবিতে শানায়ার সঙ্গে দেখা যাবে লক্ষ্য লালওয়ানি ও গুরফতেহ পিরজাদাকে ৷

সিনে পরিবারের মেয়ে শানায়া এর আগে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন ।

মুম্বাই (মহারাষ্ট্র), 20 মার্চ : সঞ্জয় কাপুর এবং মহীপা কাপুরের কন্যা, শানায়া কাপুর ৷ যিনি ইতিমধ্যেই করণ জোহরের প্রযোজনায় নতুন ছবি 'বেধড়ক' দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন ৷

শানায় কাপুর, সম্পর্কে সোনম কাপুর ও জাহ্নবী কাপুরের খুড়তুতো বোন ৷ সবুজ সুন্দর একটি পোশাকে সোশ্য়াল মিডিয়ায় এদিন ঝড় তোলেন তিনি ৷ রবিবার তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পেজে তিনি একটি ছবি দেন ৷ যেখানে শানায় কাপুর একটি বিল্ডিংয়ের ছাদে পোজ দেওয়ার একাধিক ফটোগ্রাফ শেয়ার করেছেন (Suhana Khan Comment on Shanaya Kapoor) ।

আরও পড়ুন : Anushka Sharma : আর প্রযোজনা নয়, 'প্রথম প্রেম'-এর কাছে ফিরলেন অনুষ্কা

ছবিতে তাঁকে চুল খোলা অবস্থায় একটি আকর্ষণীয় সবুজ পোশাকে দেখা যায় । শানায়ার মুখে সামান্য় মেক আপ এবং পায়ে হিল । তিনি ক্যাপশনে একটি সবুজ হৃদয় এঁকে দেন। যেখানে শানায়ার প্রিয় বন্ধু সুহানা খান ছবিটিকে ‘হট’ বলে কমেন্ট করেন ৷ বোন খুশি কাপুর এবং তাঁর আরেক বেস্ট ফ্রেন্ড অনন্যা পান্ডেও পোস্টটিতে লাইক করে ।

শাহরুখ কন্যা সুহানা, চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা এবং সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর ছোট থেকেই খুব ভাল বন্ধু ৷

আরও পড়ুন : Sedin Kuasha chilo: নাতনির সঙ্গে এক ফ্রেমে পরাণ, আসছে অর্ণব মিদ্যার ‘সেদিন কুয়াশা ছিল’

সম্প্রতি, শানায়া কাপুর অপূর্ব মেহতার জন্মদিনের অনুষ্ঠানে তার 'বেধড়ক' সহ-অভিনেতার সঙ্গে যোগ দিয়েছিলেন । করণ জোহরের প্রযোজনায় 'বেধড়ক'-এর পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান ৷ ছবিতে শানায়ার সঙ্গে দেখা যাবে লক্ষ্য লালওয়ানি ও গুরফতেহ পিরজাদাকে ৷

সিনে পরিবারের মেয়ে শানায়া এর আগে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.