মুম্বই : অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন অনেক তারকাই । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সঞ্জয় দত্ত । এই কঠিন সময়ের মধ্যে হাজারটি পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে তিনি সরকার শেল্টার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন ।
কোরোনা আতঙ্কের জের । বন্ধ সব কিছুই । ফলে কোনও কাজ না থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । এখন কোনও আয় না থাকায় ঠিক করে খেতে পারছেন না তাঁরা । এবার তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন সঞ্জয় । হাজারটি পরিবারকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি । এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, "গোটা দেশেই এখন সমস্যা দেখা দিয়েছে । তার মধ্যে প্রত্যেকেই নিজের সাধ্যমতো সাহায্যের জন্য এগিয়ে আসছেন । আমিও আমার সাধ্যমতো যত জনকে সম্ভব সাহায্য করছি ।"
এই সাহায্যের জন্য সরকার শেল্টার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন সঞ্জয় । তাদের মাধ্যমেই বরিভালি ও বান্দ্রার মধ্যে থাকা অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেবেন বলে ঠিক করেছেন তিনি । এই সংস্থা সম্পর্কে সঞ্জয় বলেন, "এই উদ্যোগটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সাহায্য করেছে সরকার শেল্টার । সবথেকে বেশি কাজ তারাই করেছে । আর এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই । এভাবেই যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে খুব তাড়াতাড়ি এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসব আমরা ।"
সরকার শেল্টারের চেয়ারম্যান রূপেশ সরকার বলেন, "কোরোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে সবাই যেভাবে এগিয়ে আসছেন তা অসাধারণ । এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা এই সময় ঠিক করে খেতে পারছেন না । তাঁদের সাহায্য করার জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছেন সঞ্জয় দত্ত । এর জন্য তাঁকে অনেক ধন্যবাদ ।"
তবে এটাই প্রথম নয় । এই কঠিন পরিস্থিতির মধ্যে সমস্যায় পড়েছেন বস্তির বাসিন্দারাও । সেই কারণে বস্তির 200টি পরিবারের হাতে বাড়ির তৈরি খাবার তুলে দিচ্ছেন রকুল প্রীত । এছাড়া প্রতিদিন 45 হাজার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনু সুদ । এবার এই তালিকায় যুক্ত হলেন সঞ্জয় দত্ত । আর এভাবেই ধীরে ধীরে বড় হচ্ছে তালিকাটা ।