কলকাতা, 3 ডিসেম্বর: ফের শহরে ইডি অভিযান। তবে এবার রেশন কিংবা কয়লা পাচার অথবা শিক্ষা দুর্নীতির তদন্ত নয়। এবার বেসরকারি মেডিক্যালে কলেজে ভর্তির দুর্নীতি নিয়ে অভিযানে নামল ইডি। মূলত, জাল নথি দিয়ে এই দুর্নীতি হয়েছে। আজ কলকাতা, বজবজ, বোলপুর, শান্তিনিকেতন, পানাগড়, মলয়পিঠে, দুর্গাপুর, শিলিগুড়ি-সহ মোট কুড়িটি জায়গায় হানা দিয়েছে ইডি।
রাজ্যের কুড়িটি জায়গা ছাড়াও ভিন রাজ্যেও চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সকালে সল্টলেকের বিসি ব্লকের একাধিক আবাসনে হানা দেন ইডির আধিকারিকরা। এর আগে কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষাতেও বড়সড় দুর্নীতির হদিস মিলেছিল। একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অনলাইনে হওয়া এই পরীক্ষাকে প্রভাবিত করার অভিযোগ জমা পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের অনুমান, এই সকল বেসরকারি কলেজের কোটি কোটি টাকার বিনিময়ে জাল নথি দিয়ে একাধিক অযোগ্য চাকরি প্রার্থীরা ভর্তি হয়েছে। তারা কেউ কেউ ইতিমধ্যেই ডাক্তার হয়ে গিয়েছেন। তারা কারা, তা চিহ্নিত করার জন্যই আজ সাত সকালেই অভিযানে নেমেছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দাবি, এর নেপথ্য রয়েছে একাধিক বেসরকারি সংস্থা। এই সংস্থাগুলিতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। বোলপুর শান্তিনিকেতন এবং মলয়পিঠেও চালানো হচ্ছে তল্লাশি অভিযান।
এর আগে এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ড থেকে শুরু করে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডের তদন্তে তল্লাশি অভিযান করতে দেখা গেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। এবার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতির ঘটনাতেও তদন্ত দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।