ETV Bharat / sitara

বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের জন্য বিশেষ বার্তা রাখলেন সঞ্জয় দত্ত

বিবাহিত জীবনের ১১টি বছর কাটিয়ে দিলেন একসঙ্গে। আজ বিবাহিত জীবনের ১১ বছর সম্পূর্ণ করলেন তাঁরা। মান্য়তার মতো জীবনসঙ্গী পেয়ে নিজেকে ভাগ্য়বান মনে করেন সঞ্জয় দত্ত। স্ত্রীয়ের জন্য রাখলেন এক আবেগপ্রবণ বার্তা।

sanjay and maanyata
author img

By

Published : Feb 12, 2019, 12:01 PM IST

নিজের সোশাল অ্য়াকাউন্টে মান্য়তার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, "তোমার মত সুন্দর স্ত্রী দেওয়ার জন্য ভগবানকে ধন্য়বাদ দেওয়াও যথেষ্ট নয়। আমি ধন্য তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে। হ্য়াপি অ্য়ানিভারসারি !" বিপাশা বাসু, আয়েশা টাকিয়া ও প্রতীক বব্বরের মতো বেশ কিছু তারকা এই দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানান।

undefined
মান্য়তা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। অভিনেতার প্রথম স্ত্রী রিচা শর্মা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে তিনি রিয়া পিল্লাইকে বিয়ে করেন। কিন্তু, সেই বিয়েও বেশিদিন টেকেনি। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর, ২০০৮ সালে গোয়ায় মান্য়তার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি। সঞ্জয় ও মান্য়তার দু'টি ছেলেমেয়েও আছে।
undefined


নিজের সোশাল অ্য়াকাউন্টে মান্য়তার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, "তোমার মত সুন্দর স্ত্রী দেওয়ার জন্য ভগবানকে ধন্য়বাদ দেওয়াও যথেষ্ট নয়। আমি ধন্য তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে। হ্য়াপি অ্য়ানিভারসারি !" বিপাশা বাসু, আয়েশা টাকিয়া ও প্রতীক বব্বরের মতো বেশ কিছু তারকা এই দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানান।

undefined
মান্য়তা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। অভিনেতার প্রথম স্ত্রী রিচা শর্মা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে তিনি রিয়া পিল্লাইকে বিয়ে করেন। কিন্তু, সেই বিয়েও বেশিদিন টেকেনি। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর, ২০০৮ সালে গোয়ায় মান্য়তার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি। সঞ্জয় ও মান্য়তার দু'টি ছেলেমেয়েও আছে।
undefined


Intro:Body:

বিবাহিত জীবনের ১১টি বছর কাটিয়ে দিলেন একসঙ্গে। আজ বিবাহিত জীবনের ১১ বছর সম্পূর্ণ করলেন তাঁরা। মান্য়তার মতো জীবনসঙ্গী পেয়ে নিজেকে ভাগ্য়বান মনে করেন সঞ্জয় দত্ত। স্ত্রীয়ের জন্য রাখলেন এক আবেগপ্রবণ বার্তা।



নিজের সোশাল অ্য়াকাউন্টে মান্য়তার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, "তোমার মত সুন্দর স্ত্রী দেওয়ার জন্য ভগবানকে ধন্য়বাদ দেওয়াও যথেষ্ট নয়। আমি ধন্য তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে। হ্য়াপি অ্য়ানিভারসারি !" বিপাশা বাসু, আয়েশা টাকিয়া ও প্রতীক বব্বরের মতো বেশ কিছু তারকা এই দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানান।



মান্য়তা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। অভিনেতার প্রথম স্ত্রী রিচা শর্মা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে তিনি রিয়া পিল্লাইকে বিয়ে করেন। কিন্তু, সেই বিয়েও বেশিদিন টেকেনি। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর, ২০০৮ সালে গোয়ায় মান্য়তার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি। সঞ্জয় ও মান্য়তার দু'টি ছেলেমেয়েও আছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.