মুম্বই : একাধিক সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সলমান খান । অনেক মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন তিনি । আর এবার মহারাষ্ট্রের একটি গোটা গ্রামকেই দত্তক নিলেন ভাইজান ।
মহারাষ্ট্রে গত বছর বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয় একাধিক গ্রাম । সাংলি, সাতারা ও কোলাপুরে ব্যাপক বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার একাধিক গ্রাম । বন্যায় ভেসে যায় একাধিক বাড়ি । গৃহহারা হয় শতাধিক পরিবার । নষ্ট হয় চাষও । এই পরিস্থিতি দেখার পরই একটি ওই জেলাগুলির অন্তর্গত একটি গ্রাম দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন সলমান । কোলাপুর জেলার খিদরাপুর গ্রাম দত্তক নেন তিনি । গ্রামের মধ্যে যাতে উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ভাইজান ।
ইলান ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে গ্রামবাসীদের জন্য থাকার ব্যবস্থা করছেন সলমান । এমনকী, সেখানে বাড়ি তৈরি করতে রাজ্য সরকার ও অন্য কোনও সংস্থাকে অর্থ সাহায্যও করবেন তিনি ।
এর আগে জম্মু ও কাশ্মীরে বন্যা দুর্গতদের অর্থ সাহায্য করেছিলেন সলমান । 2018 সালে ক্যানসার আক্রান্তদের 2 কোটি টাকা অনুদান দেন তিনি ।
তবে গ্রাম দত্তক নেওয়া প্রথম নয় । 2010 সালে মহারাষ্ট্রের আম্বেগাঁও গ্রাম দত্তক নেন দীপিকা পাডুকোন । গ্রাম দত্তক নেওয়ার তালিকায় নাম লিখিয়েছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, শাহিদ কাপুর ও আমির খানের মতো তারকারাও । মোট 12টি গ্রাম দত্তক নিয়েছেন শাহরুখ । অন্যদিকে পাঁচটি গ্রামের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আমির । প্রিয়াঙ্কা দুটি ও শাহিদ দত্তক নিয়েছেন তিনটি গ্রাম ।
কাজের দিক থেকে এখন 'রাধে'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমান । সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিশা পাটানি । এছাড়া 'কাভি ইদ কাভি দিওয়ালি' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।