মুম্বই : টানা জেরার পর অবশেষে রাত 8টা 35 মিনিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দপ্তর থেকে বের হন রিয়া চক্রবর্তী । প্রায় সাড়ে 8 ঘণ্টা ধরে আজ তাঁকে জেরা করেন ED আধিকারিকরা ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য ছিল, আত্মহত্যা করেছেন তিনি । এদিকে মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের বাবা কে কে সিং । 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ ছ'জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি ।
কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । যদিও সেই অ্যাকাউন্টের সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ ছিল না । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি ।
-
#SushantSinghRajputDeathCase: Rhea Chakraborty leaves from the Enforcement Directorate (ED) office in Mumbai. She was questioned by the agency today. pic.twitter.com/1e2Z2hTgSq
— ANI (@ANI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SushantSinghRajputDeathCase: Rhea Chakraborty leaves from the Enforcement Directorate (ED) office in Mumbai. She was questioned by the agency today. pic.twitter.com/1e2Z2hTgSq
— ANI (@ANI) August 7, 2020#SushantSinghRajputDeathCase: Rhea Chakraborty leaves from the Enforcement Directorate (ED) office in Mumbai. She was questioned by the agency today. pic.twitter.com/1e2Z2hTgSq
— ANI (@ANI) August 7, 2020
সুশান্তের বাবার FIR-এর উপর ভিত্তি করেই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । এরপর জিজ্ঞাসাবাদের জন্য ED-র তরফে আজ রিয়াকে তলব করা হয় । তবে প্রথমে শোনা গিয়েছিল, আজ ED-র দপ্তরে হাজিরা দেবেন না রিয়া । তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছিলেন, "সুশান্তের সম্পত্তির তছরুপের অভিযোগে তাঁর বয়ান রেকর্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন গতকাল রাতে একটি মেলের মাধ্যমে ED-র কাছে জানিয়েছিলেন রিয়া । বিশেষ করে সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত রিয়ার আবেদন শুনছে, ততক্ষণ পর্যন্ত বয়ান রেকর্ড স্থগিত রাখার জন্য আবেদন করেন ।"
যদিও রিয়ার সেই আবেদন খারিজ করে দেয় ED । এর ফলে আজই হাজিরা দেন তিনি । সাড়ে 8 ঘণ্টা জেরার পর মাথায় ওড়না ঢাকা দিয়ে রাত 8টা 35 মিনিটে ED-র দপ্তর থেকে বেরিয়ে যান অভিনেত্রী ।