দিল্লি : 18 জুলাই দিল্লিতে শুরু হবে 10 তম জাগরণ ফিল্ম ফেস্টিভাল(JFF)। থাকছে অনিল কাপুরের জনপ্রিয় ও পুরস্কার প্রাপ্ত ছবিগুলি । 1983 সালে 'উয়ো সাত দিন'-এ অভিনয় করার পর থেকে অনিল কাপুরের জনপ্রিয়তার শুরু। তারপর ইউনিক লুক আর স্টাইলে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেন অনিল।
খবর পেয়ে অনিল বলেন, "JFF-র রেট্রোস্পেকটিভ সেকশনের জন্য যে আমার ছবিগুলিকে বাছা হয়েছে তার জন্য আমি গর্ব বোধ করছি । আমি 5 তম JFF-এ গেছিলাম । এবছরের ফেস্টিভালের প্রতিও আমার নজর থাকবে ।"
দিল্লির পর কানপুর, লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, আগ্রা, মিরাট, দেরাদুন, হিসার, লুধিয়ানা, পাটনা, রাঁচি, জামশেদপুর, গোরখপুর, রায়পুর, ইন্দোর ও ভোপালে চলবে ফেস্টিভালটি । 29 সেপ্টেম্বর মুম্বাইতে শেষ হবে JFF।