হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: 'গেহরাইয়াঁ' ছবিতে স্ত্রীর অসাধারণ পারফরম্যান্স দেখে গর্বিত স্বামী রণবীর সিং ৷ এর আগে ছবির একটি গানে নেচে প্রমোশনেও দীপিকার হাত ধরেছিলেন তিনি ৷ এবার ফের ভাইরাল হল এই বলিদম্পতির একটি নতুন ছবি ৷ সম্প্রতি রণবীরের ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবিতে দেখা যায় একে অপরকে চু্ম্বন করছেন এই কপোত কপোতী (Ranveer Singh Deepika Padukone kissing pictures ) ৷ ছবির সঙ্গেই দীপিকাকে রীতিমত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতা ৷
পর্দার বাজিরাও তাঁর মস্তানি বাঈয়ের উদ্দেশ্য়ে লেখেন, "অনতিক্রম্য, অসামান্য এবং অসাধারণ ৷ কী নিঁখুত একটি পারফরম্যান্স, বেবি ৷ একটি সুক্ষ এবং হৃদয়গ্রাহী শিল্প ৷ এখনও পর্যন্ত তোমার সবচেয়ে সুন্দর পারফরম্যান্স এটা ৷ তুমি আমাকে সত্য়িই গর্বিত করেছ ৷ " 11 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দীপিকার এই নতুন ছবি ৷ এখানে একজন জিম ইনস্ট্রাকটরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ৷ আর সেই অভিনয়েই মুগ্ধ রণবীর ৷
আরও পড়ুন: দীপিকা নাকি অনন্যা, কে বেশি মন মাতালেন 'গেহরাইয়াঁ'-র প্রমোশনে ?
বলি দম্পতির এই ছবিতে মুগ্ধ ফ্যানেরাও ৷ নানা মন্তব্যে নিজেদের মতামত প্রকাশ করেছেন তাঁরা ৷ কেউ কেউ যেমন লেখেন, "এই ছবিটা সত্য়িই আমার মন জয় করে নিয়েছে ৷ "তেমনি আবার রণবীরের সঙ্গে খুনসুটির চেষ্টাও করেছেন কেউ কেউ ৷ সাধারণত রাজনৈতিক ক্ষেত্রে ভারী ভারী ইংরেজি শব্দ সুন্দরভাবে ব্য়বহার করার জন্য় বিখ্যাত কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ রণবীরের লেখায় ভারী ভারী শব্দের ব্যবহার দেখে তাই তাঁর পিছনে লেগেছেন ফ্য়ানেরা, একজন ফ্য়ান লেখেন, "ক্যাপশনটা নিশ্চয় শশী থারুর লিখে দিয়েছেন ৷"