ETV Bharat / sitara

'ফ্যামিলি'-র জন্য একে অপরের ভিডিয়ো করেছিলেন রণবীর-আলিয়া ! - আলিয়া ভাট

'ফ্যামিলি' শর্ট ফিল্মে দেখা গিয়েছে আলিয়া ও রণবীরকে । এছাড়াও রয়েছেন আরও অনেকেই । যাঁরা অভিনয় করেছেন তাঁরা সবাই নিজের শহরে, নিজের ঘরে থেকে অভিনয় করেছেন । আর সেখানে নাকি একই ঘর থেকে অভিনয় করেছেন আলিয়া ও রণবীর । এই ছবির জন্য একে অপরের ভিডিয়ো করে দিয়েছিলেন তাঁরা ।

sdf
sdf
author img

By

Published : Apr 9, 2020, 11:41 AM IST

মুম্বই : কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে 'ফ্যামিলি' নামে একটি শর্ট ফিল্মটি তৈরি করা হয় । যাতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা গিয়েছে, রজনীকান্ত, চিরঞ্জীবি, মামুতি, মোহনলাল, রণবীর কাপুর, দিলজিৎ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেককে । যাঁরা অভিনয় করেছেন তাঁরা কেউই ঘরের বাইরে বেরোননি । নিজের শহরে, নিজের ঘরে থেকে অভিনয় করেছেন । তবে শোনা যাচ্ছে, একই ঘর থেকে নাকি অভিনয় করেছেন আলিয়া ও রণবীর । বলা ভালো এই ছবির জন্য একে অপরের ভিডিয়ো করে দিয়েছিলেন তাঁরা ।

ছবিটি পরিচালনা করেছেন প্রসূন জোশি । সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে ছবিতে । যে কারণে ছবির শেষে অমিতাভ বলেন, "এই ছবিতে যাঁরা অভিনয় করেছেন তাঁরা কেউ বাড়ি থেকে বের হননি । নিজের শহর, নিজের ঘরে বসে অভিনয় করেছেন । আপনারাও ঘর থেকে বেরোবেন না । ঘরেই থাকুন সুরক্ষিত থাকুন ।" যদিও সবাই যে যার নিজের ঘরে থাকলেও একসঙ্গে ছিলেন রণবীর-আলিয়া । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন পরিচালক ।

প্রসূন বলেন, "ছবির জন্য একে অপরের ভিডিয়ো করে দিয়েছিলেন রণবীর ও আলিয়া ।" আর এখান থেকেই রণবীর-আলিয়ার লিভ ইন করার জল্পনাটাকে আরও একবার উসকে দেন তিনি ।

কিছুদিন আগে একই কম্পাউন্ডের মধ্যে বাড়ির পোশাক পরে দেখা গিয়েছিল রণবীর ও আলিয়াকে । পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তাঁরা । সেখান থেকেই শুরু হয় গুঞ্জন । তাহলে কি কোয়ারেন্টাইনে একসঙ্গেই থাকছেন তাঁরা ? প্রশ্ন উঠতে শুরু করে ফ্যানদের মধ্যে । এরপর রণবীরের পোষ্যর ছবি তুলে পোস্ট করেন আলিয়া । যা জল্পনাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছিল ।

শোনা যাচ্ছে ডিসেম্বরেই রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া । যদিও এ বিষয়ে নিশ্চিত করে ভাট ও কাপুর পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি । এদিকে সব ঠিক থাকলে 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।

মুম্বই : কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে 'ফ্যামিলি' নামে একটি শর্ট ফিল্মটি তৈরি করা হয় । যাতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা গিয়েছে, রজনীকান্ত, চিরঞ্জীবি, মামুতি, মোহনলাল, রণবীর কাপুর, দিলজিৎ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেককে । যাঁরা অভিনয় করেছেন তাঁরা কেউই ঘরের বাইরে বেরোননি । নিজের শহরে, নিজের ঘরে থেকে অভিনয় করেছেন । তবে শোনা যাচ্ছে, একই ঘর থেকে নাকি অভিনয় করেছেন আলিয়া ও রণবীর । বলা ভালো এই ছবির জন্য একে অপরের ভিডিয়ো করে দিয়েছিলেন তাঁরা ।

ছবিটি পরিচালনা করেছেন প্রসূন জোশি । সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে ছবিতে । যে কারণে ছবির শেষে অমিতাভ বলেন, "এই ছবিতে যাঁরা অভিনয় করেছেন তাঁরা কেউ বাড়ি থেকে বের হননি । নিজের শহর, নিজের ঘরে বসে অভিনয় করেছেন । আপনারাও ঘর থেকে বেরোবেন না । ঘরেই থাকুন সুরক্ষিত থাকুন ।" যদিও সবাই যে যার নিজের ঘরে থাকলেও একসঙ্গে ছিলেন রণবীর-আলিয়া । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন পরিচালক ।

প্রসূন বলেন, "ছবির জন্য একে অপরের ভিডিয়ো করে দিয়েছিলেন রণবীর ও আলিয়া ।" আর এখান থেকেই রণবীর-আলিয়ার লিভ ইন করার জল্পনাটাকে আরও একবার উসকে দেন তিনি ।

কিছুদিন আগে একই কম্পাউন্ডের মধ্যে বাড়ির পোশাক পরে দেখা গিয়েছিল রণবীর ও আলিয়াকে । পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তাঁরা । সেখান থেকেই শুরু হয় গুঞ্জন । তাহলে কি কোয়ারেন্টাইনে একসঙ্গেই থাকছেন তাঁরা ? প্রশ্ন উঠতে শুরু করে ফ্যানদের মধ্যে । এরপর রণবীরের পোষ্যর ছবি তুলে পোস্ট করেন আলিয়া । যা জল্পনাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছিল ।

শোনা যাচ্ছে ডিসেম্বরেই রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া । যদিও এ বিষয়ে নিশ্চিত করে ভাট ও কাপুর পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি । এদিকে সব ঠিক থাকলে 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.