ETV Bharat / sitara

রাজস্থানে বাগদান সারবেন রণবীর-আলিয়া ? - ranbir alia latest updates

এই মুহূর্তে পরিবার ও বন্ধুদের সঙ্গে রাজস্থানের রণথামবোরে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর । শোনা যাচ্ছে, সেখানেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান পর্ব সারবেন এই তারকা জুটি ।

sd
asd
author img

By

Published : Dec 30, 2020, 12:24 PM IST

মুম্বই : নতুন বছর একসঙ্গে শুরু করতে চান রণবীর কাপুর ও আলিয়া ভাট । আর সেই সময়টা একসঙ্গে কাটাতে ইতিমধ্যেই রাজস্থানের রণথামবোরে পাড়ি দিয়েছেন তাঁরা । সেখানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাবেন এই তারকা জুটি । এছাড়া বর্ষবরণের পাশাপাশি সেখানেই তাঁদের বাগদান সম্পন্ন হবে বলে শোনা গিয়েছে ।

গতকালই মুম্বই থেকে রাজস্থান রওনা দেন আলিয়া ও রণবীর । মুম্বইয়ের কলিনা বিমানবন্দরের বাইরে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । এছাড়াও ছিলেন নীতু কাপুর, রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানি ও তাঁর মেয়ে সামারা । এর কয়েক মুহূর্ত পরই ওই বিমানবন্দরে দেখা গিয়েছিল রণবীর সিং ও দীপিকা পাডুকোনকে । তাঁরাও রাজস্থানেই পাড়ি দেন । আর তাঁদের সঙ্গে শীঘ্রই করণ জোহরও যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

মুম্বই বিমানবন্দরে আলিয়া ও রণবীর

সূত্রের খবর, রণথামবোরের আমান হোটেলে রয়েছেন তাঁরা সবাই । আর সেখানেই নাকি বর্ষবরণের সঙ্গে সঙ্গে আলিয়া ও রণবীরের বাগদান পর্বও সম্পন্ন হবে বলে জানা গিয়েছে । পরিবার ও বন্ধুদের সঙ্গে সেখানে পাড়ি দেওয়ার বিষয়টি এই জল্পনাকে আরও খানিকটা উসকে দিয়েছে ।

xfgs
ক্রিসমাসে একসঙ্গে রণবীর ও আলিয়া

এছাড়া কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিয়ে প্রসঙ্গে রণবীর বলেছিলেন, "আসলে আমি সব কিছু সবার সঙ্গে শেয়ার করে বিষয়টিকে খারাপ করতে চাই না । যত তাড়াতাড়ি সম্ভব আমার ইচ্ছেটা আগে পূরণ করতে চাই ।"

dff
নীতু কাপুরের ইনস্টাগ্রাম স্টোরি

তবে ভাট পরিবারের পাশাপাশি ওই হোটেলে রয়েছেন রণবীর ও দীপিকাও । গতকাল রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন নীতু কাপুর । সেখানে তাঁর সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছিল দুই রণবীরকে ।

মুম্বই : নতুন বছর একসঙ্গে শুরু করতে চান রণবীর কাপুর ও আলিয়া ভাট । আর সেই সময়টা একসঙ্গে কাটাতে ইতিমধ্যেই রাজস্থানের রণথামবোরে পাড়ি দিয়েছেন তাঁরা । সেখানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাবেন এই তারকা জুটি । এছাড়া বর্ষবরণের পাশাপাশি সেখানেই তাঁদের বাগদান সম্পন্ন হবে বলে শোনা গিয়েছে ।

গতকালই মুম্বই থেকে রাজস্থান রওনা দেন আলিয়া ও রণবীর । মুম্বইয়ের কলিনা বিমানবন্দরের বাইরে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । এছাড়াও ছিলেন নীতু কাপুর, রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানি ও তাঁর মেয়ে সামারা । এর কয়েক মুহূর্ত পরই ওই বিমানবন্দরে দেখা গিয়েছিল রণবীর সিং ও দীপিকা পাডুকোনকে । তাঁরাও রাজস্থানেই পাড়ি দেন । আর তাঁদের সঙ্গে শীঘ্রই করণ জোহরও যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

মুম্বই বিমানবন্দরে আলিয়া ও রণবীর

সূত্রের খবর, রণথামবোরের আমান হোটেলে রয়েছেন তাঁরা সবাই । আর সেখানেই নাকি বর্ষবরণের সঙ্গে সঙ্গে আলিয়া ও রণবীরের বাগদান পর্বও সম্পন্ন হবে বলে জানা গিয়েছে । পরিবার ও বন্ধুদের সঙ্গে সেখানে পাড়ি দেওয়ার বিষয়টি এই জল্পনাকে আরও খানিকটা উসকে দিয়েছে ।

xfgs
ক্রিসমাসে একসঙ্গে রণবীর ও আলিয়া

এছাড়া কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিয়ে প্রসঙ্গে রণবীর বলেছিলেন, "আসলে আমি সব কিছু সবার সঙ্গে শেয়ার করে বিষয়টিকে খারাপ করতে চাই না । যত তাড়াতাড়ি সম্ভব আমার ইচ্ছেটা আগে পূরণ করতে চাই ।"

dff
নীতু কাপুরের ইনস্টাগ্রাম স্টোরি

তবে ভাট পরিবারের পাশাপাশি ওই হোটেলে রয়েছেন রণবীর ও দীপিকাও । গতকাল রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন নীতু কাপুর । সেখানে তাঁর সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছিল দুই রণবীরকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.