ETV Bharat / sitara

Birthday Special : হিরোসুলভ চেহারা না থেকেও বলিউডে রাজ রাজকুমারের

author img

By

Published : Aug 31, 2020, 7:30 AM IST

Updated : Sep 1, 2020, 2:36 PM IST

1984 সালের 31 অগাস্ট হরিয়ানার প্রেম নগরে জন্ম রাজকুমারের । জন্মের সময় অবশ্য তাঁর নাম ছিল রাজকুমার যাদব । নিউমেরোলজির প্রতি তাঁর মায়ের বিশ্বাসের জেরেই যাদব থেকে পরিবর্তিত হয়ে নাম রাখা হয় রাজকুমার রাও । বলিউডে তাঁর জার্নিটা খুব একটা সহজ ছিল না । বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি । আজ তাঁর জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর বলিউড জার্নি ।

asd
asdas

মুম্বই : রাজকুমার যাদব থেকে রাজকুমার রাও, জার্নিটা সহজ ছিল না । তাও গুরুগ্রাম থেকে আসা ছেলেটা হার মানেনি, নিজের জায়গাটা পাকা করেছে বলিউডে । সুঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন । আজ 36 বছরে পা দিলেন তিনি ।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

1984 সালের 31 অগাস্ট জন্ম রাজকুমার যাদবের । নিউমেরোলজির প্রতি বিশ্বাস ছিল তাঁর মায়ের । সম্ভবত সেই কারণেই নামের এই পরিবর্তন । যাদব থেকে রাও হয়ে যান তিনি ।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

তাঁর চেহারা একেবারেই হিরোসুলভ নয় । এমনকী, পরিবারের কেউই অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন । শুধু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই পা রাখেন এই ইন্ডাস্ট্রিতে । নিজের অভিনয় দক্ষতার জোরে বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি ।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

2009-তে পুনের FTII থেকে স্নাতক হওয়ার পর রাজকুমার এক বছর ধরে বিভিন্ন স্টুডিয়োতে ঘোরেন ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে দেখা করেন । এরপর 2010-এ বলিউডে অভিষেক হয় তাঁর । রাজকুমারের প্রথম ছবি দিবাকর ব্যানার্জির 'লভ সেক্স অউর ধোকা'।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

এরপর একাধিক ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার । 'গ্যাংস অফ ওয়াসেপুর 2', 'কাই পো ছে', 'কুইন', 'ট্র্যাপড', 'আলিগড়' ও 'বরেলি কি বরফি' অন্যতম ।

sdf
'গ্যাংস অফ ওয়াসেপুর 2' ও 'ট্র্যাপড' ছবিতে রাজকুমার

রাজকুমারের ক্যারিয়ারগ্রাফে 2013 সালটা খুবই গুরুত্বপূর্ণ । হনসল মেহতার 'শহিদ' ছবি তাঁর ঝুলিতে জাতীয় পুরস্কার এনে দেয় । এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে । আপাতত বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা রাজকুমার । 'লার্জার দ্যান লাইফ' বা 'মাচোম্যান' না হয়েও রাজকুমার অনেকেরই প্রিয় এক অভিনেতা ।

sdf
'শহিদ' ছবির পোস্টারে রাজকুমার

ছবি বা চরিত্র যাই হোক না কেন সবক্ষেত্রেই অত্যন্ত সাবলীল রাজকুমার । তা সে কৌতুক হোক বা কোনও গম্ভীর চরিত্র, সব জায়গাতেই সমানভাবে প্রতিফলিত হয় তাঁর প্রতিভা ।

sdf
'নিউটন' ও 'কাই পো ছে' ছবিতে রাজকুমার

শুধুমাত্র মুখ্য চরিত্রেই নয়, পার্শ্বচরিত্রেও নিজেকে প্রমাণ করেছেন তিনি । 'বরেলি কি বরফি' ছবিতে আয়ুষ্মান খুরানা ও কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন । আর ওই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি ।

sdf
'বরেলি কি বরফি' ছবিতে রাজকুমার

এছাড়া এখন 'লুডো', 'রুহি আফজ়া' ও 'ছালাং'-এর মতো ছবি রয়েছে রাজকুমারের ঝুলিতে । এভাবেই সাফল্যের সঙ্গে জীবনের পথে এগিয়ে যান তিনি । ETV ভারত সিতারার তরফে আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা ।

fxdg
অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজকুমার

মুম্বই : রাজকুমার যাদব থেকে রাজকুমার রাও, জার্নিটা সহজ ছিল না । তাও গুরুগ্রাম থেকে আসা ছেলেটা হার মানেনি, নিজের জায়গাটা পাকা করেছে বলিউডে । সুঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন । আজ 36 বছরে পা দিলেন তিনি ।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

1984 সালের 31 অগাস্ট জন্ম রাজকুমার যাদবের । নিউমেরোলজির প্রতি বিশ্বাস ছিল তাঁর মায়ের । সম্ভবত সেই কারণেই নামের এই পরিবর্তন । যাদব থেকে রাও হয়ে যান তিনি ।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

তাঁর চেহারা একেবারেই হিরোসুলভ নয় । এমনকী, পরিবারের কেউই অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন । শুধু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই পা রাখেন এই ইন্ডাস্ট্রিতে । নিজের অভিনয় দক্ষতার জোরে বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি ।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

2009-তে পুনের FTII থেকে স্নাতক হওয়ার পর রাজকুমার এক বছর ধরে বিভিন্ন স্টুডিয়োতে ঘোরেন ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে দেখা করেন । এরপর 2010-এ বলিউডে অভিষেক হয় তাঁর । রাজকুমারের প্রথম ছবি দিবাকর ব্যানার্জির 'লভ সেক্স অউর ধোকা'।

sdf
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

এরপর একাধিক ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার । 'গ্যাংস অফ ওয়াসেপুর 2', 'কাই পো ছে', 'কুইন', 'ট্র্যাপড', 'আলিগড়' ও 'বরেলি কি বরফি' অন্যতম ।

sdf
'গ্যাংস অফ ওয়াসেপুর 2' ও 'ট্র্যাপড' ছবিতে রাজকুমার

রাজকুমারের ক্যারিয়ারগ্রাফে 2013 সালটা খুবই গুরুত্বপূর্ণ । হনসল মেহতার 'শহিদ' ছবি তাঁর ঝুলিতে জাতীয় পুরস্কার এনে দেয় । এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে । আপাতত বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা রাজকুমার । 'লার্জার দ্যান লাইফ' বা 'মাচোম্যান' না হয়েও রাজকুমার অনেকেরই প্রিয় এক অভিনেতা ।

sdf
'শহিদ' ছবির পোস্টারে রাজকুমার

ছবি বা চরিত্র যাই হোক না কেন সবক্ষেত্রেই অত্যন্ত সাবলীল রাজকুমার । তা সে কৌতুক হোক বা কোনও গম্ভীর চরিত্র, সব জায়গাতেই সমানভাবে প্রতিফলিত হয় তাঁর প্রতিভা ।

sdf
'নিউটন' ও 'কাই পো ছে' ছবিতে রাজকুমার

শুধুমাত্র মুখ্য চরিত্রেই নয়, পার্শ্বচরিত্রেও নিজেকে প্রমাণ করেছেন তিনি । 'বরেলি কি বরফি' ছবিতে আয়ুষ্মান খুরানা ও কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন । আর ওই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি ।

sdf
'বরেলি কি বরফি' ছবিতে রাজকুমার

এছাড়া এখন 'লুডো', 'রুহি আফজ়া' ও 'ছালাং'-এর মতো ছবি রয়েছে রাজকুমারের ঝুলিতে । এভাবেই সাফল্যের সঙ্গে জীবনের পথে এগিয়ে যান তিনি । ETV ভারত সিতারার তরফে আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা ।

fxdg
অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজকুমার
Last Updated : Sep 1, 2020, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.