মুম্বই : হলে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি অভিনীত 'সিরিয়াস মেন'। 2 অক্টোবর মুক্তি পাবে সুধীর মিশ্র পরিচালিত এই ছবি ।
এই ছবি প্রসঙ্গে নওয়াজ় বলেন, "সুধীর মিশ্রর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলই । প্রায় 20 বছর অপেক্ষার পর আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হল । এই ছবি দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছি । গান্ধি জয়ন্তীর দিন ছবিটি মুক্তি পাবে ।"
মনু জোসেফের বই অবলম্বনে তৈরি হয়েছে 'সিরিয়াস মেন'। একজন অসফল ব্যক্তির কথা তুলে ধরা হবে এই ছবিতে । যদিও তার ছেলে একজন জিনিয়াস । আর সেকথা জানতে পেরে মুম্বইতে বড় কিছু করার চেষ্টা করবে সে ।
নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি । নওয়াজ় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আকাশনাথ দাস, শ্বেতা বসু প্রসাদ, নাসার ও ইন্দ্র তিওয়ারি ।