ETV Bharat / sitara

CBFC-র হস্তক্ষেপে নাম বদল 'মেন্টাল হ্যায় কেয়া'-র

নাম বদলাতে চলেছে কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত ছবি 'মেন্টাল হ্যায় কেয়া'-র নাম। কঙ্গনা আজ জানালেন সেই খবর।

মেন্টাল হ্যায় কেয়া
author img

By

Published : Jun 28, 2019, 7:47 PM IST

মুম্বই : নামটি খুব রূঢ়, এমনটাই মনে হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর। তাই 'মেন্টাল হ্য়ায় কেয়া'- নামটি বদলানোর সিদ্ধান্ত নিল বোর্ড।

কঙ্গনা এদিন সাংবাদিকদের বলেন, "ছবির নামে একটা ছোটো বদল হবে। কারণ বোর্ড সদস্যদের নামটা খুব রূঢ় মনে হয়েছে। এই বদলটা করতে পেরে আমরা অতিরিক্ত খুশি।"

কঙ্গনা এটাও বলেন যে, "এই বদলটা ছাড়া ছবিটিতে আর কোনও কাট পড়েনি। ওঁরা ছবিটা দেখে আশ্চর্য হয়ে গেছে।" তবে শোনা গেছে যে, কয়েকটি দৃশ্যে কঙ্গনার আপত্তি থাকায় সেগুলো রিশুট করা হয়েছে। ফলে পিছিয়েছে ছবির ব়্য়াপ-আপ।

ইন্ডিয়ান সাইকায়ট্রিক সোসাইটির নামও জড়িয়েছে এই ছবির সঙ্গে। তারা CBFC-র চেয়ারপার্সন প্রসূন যোশীর কাছে একটি চিঠি লিখে ছবির পোস্টারগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তবে ছবির পোস্টারে পরিবর্তন সংক্রান্ত কোনও তথ্য সামনে আসেনি।

মুম্বই : নামটি খুব রূঢ়, এমনটাই মনে হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর। তাই 'মেন্টাল হ্য়ায় কেয়া'- নামটি বদলানোর সিদ্ধান্ত নিল বোর্ড।

কঙ্গনা এদিন সাংবাদিকদের বলেন, "ছবির নামে একটা ছোটো বদল হবে। কারণ বোর্ড সদস্যদের নামটা খুব রূঢ় মনে হয়েছে। এই বদলটা করতে পেরে আমরা অতিরিক্ত খুশি।"

কঙ্গনা এটাও বলেন যে, "এই বদলটা ছাড়া ছবিটিতে আর কোনও কাট পড়েনি। ওঁরা ছবিটা দেখে আশ্চর্য হয়ে গেছে।" তবে শোনা গেছে যে, কয়েকটি দৃশ্যে কঙ্গনার আপত্তি থাকায় সেগুলো রিশুট করা হয়েছে। ফলে পিছিয়েছে ছবির ব়্য়াপ-আপ।

ইন্ডিয়ান সাইকায়ট্রিক সোসাইটির নামও জড়িয়েছে এই ছবির সঙ্গে। তারা CBFC-র চেয়ারপার্সন প্রসূন যোশীর কাছে একটি চিঠি লিখে ছবির পোস্টারগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তবে ছবির পোস্টারে পরিবর্তন সংক্রান্ত কোনও তথ্য সামনে আসেনি।

Intro:Body:

CBFC-র হস্তক্ষেপে নাম বদল 'মেন্টাল হ্যায় কেয়া'-র



নাম বদলাতে চলেছে কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত ছবি 'মেন্টাল হ্যায় কেয়া'-র নাম। কঙ্গনা আজ জানালেন সেই খবর।



মুম্বই : নামটি খুব রূঢ়, এমনটাই মনে হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের। তাই 'মেন্টাল হ্য়ায় কেয়া'- নামটি বদলানোর সিদ্ধান্ত নিল বোর্ড।



কঙ্গনা এদিন সাংবাদিকদের বলেন, "ছবির নামে একটা ছোটো বদল হবে। কারণ বোর্ড সদস্যদের নামটা খুব রূঢ় মনে হয়েছে। এই বদলটা করতে পেরে আমরা অতিরিক্ত খুশি।"



কঙ্গনা এটাও বলেন যে, "এই বদলটা ছাড়া ছবিটিতে আর কোনও কাট পড়েনি। ওঁরা ছবিটা দেখে আশ্চর্য হয়ে গেছে।" তবে শোনা গেছে যে, কয়েকটি দৃশ্যে কঙ্গনার আপত্তি থাকায় সেগুলো রিশুট করা হয়েছে। ফলে পিছিয়েছে ছবির ব়্য়াপ-আপ।



ইন্ডিয়ান সাইকায়ট্রিক সোসাইটি-ও একটি ব্যাপারে ছবিটির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তারা CBFC-র চেয়ারপার্সন প্রসূন যোশীর কাছে একটি চিঠি লিখে ছবির পোস্টারগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।



তবে ছবির পোস্টারে পরিবর্তন সংক্রান্ত কোনও তথ্য সামনে আসেনি।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.