ETV Bharat / sitara

সোনু সুদের প্রশংসা মহারাষ্ট্রর মন্ত্রীর

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বাসের ব্যবস্থা করেছিলেন সনু সুদ । আর তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন অনেকেই । সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রর এক মন্ত্রীও ।

asd
asd
author img

By

Published : May 23, 2020, 9:09 PM IST

মুম্বই : লকডাউনের জেরে মুম্বইতে আটকে ছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । তাঁদের বাড়ি ফেরানোর জন্য বাসের ব্যবস্থা করেছিলেন সনু সুদ । আর তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন অনেকেই । সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রর এক মন্ত্রীও ।

আজ টুইট করে সনুর এই উদ্যোগের প্রশংসা করেন মহারাষ্ট্রর মন্ত্রী জয়ন্ত পাতিল । এমনকী, সনুকে রিয়েল লাইফ বলেও উল্লেখ করে তিনি । লেখেন, "যে সব পরিযায়ী শ্রমিকরা বাড়ি পৌঁছতে চাইছিলেন তাঁদের জন্য বাসের ব্যবস্থা করেছেন সনু সুদ । নিজের সাধ্য মতো শ্রমিকদের সাহায্য করেছেন । অনস্ক্রিন ভিলেন বাস্তবে একজন প্রকৃত হিরো !"

  • Sonu Sood is arranging buses for migrants who want to go back to their homes. He is trying to help as many migrants as he can. The on screen villain is an inspiring hero in reality!
    God bless him ❤️@SonuSood #SonuSood pic.twitter.com/cokoowzjhU

    — Jayant Patil (@Jayant_R_Patil) May 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কাজের জন্য মুম্বইতে থাকতেন এই সব শ্রমিকরা । কিন্তু, লকডাউন জারি হওয়ায় বাড়ি ফিরতে পারছিলেন না তাঁরা । এদিকে এই সময় হাতে কাজ না থাকায় সমস্যায় পড়েছিলেন । তাই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সনু । সরকারের অনুমতি নিয়ে বাসের ব্যবস্থা করে ফেলেন তিনি । আর এভাবেই মুম্বইতে আটকে থাকা কর্নাটক, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারের একাধিক শ্রমিককে বাড়ি পাঠান ।

অভিনেতার এই প্রয়াসে মুগ্ধ সেলেব্রিটি শেফ বিকাশ খান্নাও । তাই কয়েকদিন আগেই সোনুকে একটি বিশেষ উপহার দেন তিনি । একটি নতুন ডিশ বানান বিকাশ । যার নাম রাখেন সোনুর জন্মস্থান 'মোগা'-র নামে । খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিকাশ লেখেন, "ডিয়ার সোনু সুদ, প্রতিদিন তুমি আমাদের অনুপ্রেরণা দিচ্ছ । এখনই তোমায় কিছু রান্না করে খাওয়াতে পারছি না । তাই এই ডিশের নাম দিচ্ছি তোমার জন্মস্থান 'মোগা'-র নামে । রিয়েল হিরো..."।

মুম্বই : লকডাউনের জেরে মুম্বইতে আটকে ছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । তাঁদের বাড়ি ফেরানোর জন্য বাসের ব্যবস্থা করেছিলেন সনু সুদ । আর তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন অনেকেই । সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রর এক মন্ত্রীও ।

আজ টুইট করে সনুর এই উদ্যোগের প্রশংসা করেন মহারাষ্ট্রর মন্ত্রী জয়ন্ত পাতিল । এমনকী, সনুকে রিয়েল লাইফ বলেও উল্লেখ করে তিনি । লেখেন, "যে সব পরিযায়ী শ্রমিকরা বাড়ি পৌঁছতে চাইছিলেন তাঁদের জন্য বাসের ব্যবস্থা করেছেন সনু সুদ । নিজের সাধ্য মতো শ্রমিকদের সাহায্য করেছেন । অনস্ক্রিন ভিলেন বাস্তবে একজন প্রকৃত হিরো !"

  • Sonu Sood is arranging buses for migrants who want to go back to their homes. He is trying to help as many migrants as he can. The on screen villain is an inspiring hero in reality!
    God bless him ❤️@SonuSood #SonuSood pic.twitter.com/cokoowzjhU

    — Jayant Patil (@Jayant_R_Patil) May 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কাজের জন্য মুম্বইতে থাকতেন এই সব শ্রমিকরা । কিন্তু, লকডাউন জারি হওয়ায় বাড়ি ফিরতে পারছিলেন না তাঁরা । এদিকে এই সময় হাতে কাজ না থাকায় সমস্যায় পড়েছিলেন । তাই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সনু । সরকারের অনুমতি নিয়ে বাসের ব্যবস্থা করে ফেলেন তিনি । আর এভাবেই মুম্বইতে আটকে থাকা কর্নাটক, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারের একাধিক শ্রমিককে বাড়ি পাঠান ।

অভিনেতার এই প্রয়াসে মুগ্ধ সেলেব্রিটি শেফ বিকাশ খান্নাও । তাই কয়েকদিন আগেই সোনুকে একটি বিশেষ উপহার দেন তিনি । একটি নতুন ডিশ বানান বিকাশ । যার নাম রাখেন সোনুর জন্মস্থান 'মোগা'-র নামে । খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিকাশ লেখেন, "ডিয়ার সোনু সুদ, প্রতিদিন তুমি আমাদের অনুপ্রেরণা দিচ্ছ । এখনই তোমায় কিছু রান্না করে খাওয়াতে পারছি না । তাই এই ডিশের নাম দিচ্ছি তোমার জন্মস্থান 'মোগা'-র নামে । রিয়েল হিরো..."।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.