ETV Bharat / sitara

28 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর । টানা 28 দিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । আজ বাড়ি ফেরেন ।

df
df
author img

By

Published : Dec 8, 2019, 7:13 PM IST

মুম্বই : 28 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর । মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । বাড়ি ফিরে টুইটও করেছেন এই কিংবদন্তী গায়িকা ।

টুইট করে নিজের বাড়ি ফেরার কথা ফ্যানদের জানিয়েছেন তিনি । লেখেন, "নমস্কার, গত 28 দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম আমি । নিউমোনিয়ার চিকিৎসা চলছিল । যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছি ততক্ষণ আমাকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাইছিলেন ডাক্তাররা । আজ বাড়ি ফিরলাম ।"

  • Namaskaar, For the past 28 days, I was at Breach Candy hospital.. I was diagnosed with pneumonia. The (cont) https://t.co/nHAQuCozF9

    — Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি শুভাকাঙ্খি ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি । লেখেন, "শুভকাঙ্খিদের কাছে আমি কৃতজ্ঞ । আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছা কাজে দিয়েছে । ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা অভিভাবকের মতো আমার দেখভাল করেছেন । অসংখ্য ধন্যবাদ ।"

  • Namaskaar,
    A special thank you, again to the team of doctors who treated me with utmost care and love.
    Dr. Pratit Samdani, Dr. Ashwin Mehta, Dr. Zareer Udwadia, Dr Nishit Shah, Dr. Janardan Nimbolkar and Dr. Rajeev Sharma.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে লতার বাড়ি ফেরার খবর দেখার পর আনন্দে ফেটে পড়েছেন ফ্যানরা । টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা ।

একজন লেখেন, "আপনার সুস্থতার খবর পেয়ে খুব খুশি । হাজার বছর বাঁচুন আপনি ।" আবার কেউ লেখেন, "সব সময় সুস্থ থাকুন ।"

এই 28দিন ধরে তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত যাবতীয় খবর মিডিয়াকে দিয়েছিলেন পরিবারের সদস্যরা । প্রতিদিনের আপডেট দেওয়া হত । তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন হেমা মালিনী ও শাবানা আজ়মি । লতার দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তাঁরা ।

28 সেপ্টেম্বর 90 বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর । আন্তর্জাতিক স্তরে দেশের নামও উজ্জ্বল করেছেন তিনি । মোট 36 টি প্লেব্যাক করেছেন । 2001 সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে । 1948 সাল থেকে 1974 সাল পর্যন্ত 25 হাজারটি গান গেয়েছেন ।

মুম্বই : 28 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর । মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । বাড়ি ফিরে টুইটও করেছেন এই কিংবদন্তী গায়িকা ।

টুইট করে নিজের বাড়ি ফেরার কথা ফ্যানদের জানিয়েছেন তিনি । লেখেন, "নমস্কার, গত 28 দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম আমি । নিউমোনিয়ার চিকিৎসা চলছিল । যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছি ততক্ষণ আমাকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাইছিলেন ডাক্তাররা । আজ বাড়ি ফিরলাম ।"

  • Namaskaar, For the past 28 days, I was at Breach Candy hospital.. I was diagnosed with pneumonia. The (cont) https://t.co/nHAQuCozF9

    — Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি শুভাকাঙ্খি ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি । লেখেন, "শুভকাঙ্খিদের কাছে আমি কৃতজ্ঞ । আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছা কাজে দিয়েছে । ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা অভিভাবকের মতো আমার দেখভাল করেছেন । অসংখ্য ধন্যবাদ ।"

  • Namaskaar,
    A special thank you, again to the team of doctors who treated me with utmost care and love.
    Dr. Pratit Samdani, Dr. Ashwin Mehta, Dr. Zareer Udwadia, Dr Nishit Shah, Dr. Janardan Nimbolkar and Dr. Rajeev Sharma.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে লতার বাড়ি ফেরার খবর দেখার পর আনন্দে ফেটে পড়েছেন ফ্যানরা । টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা ।

একজন লেখেন, "আপনার সুস্থতার খবর পেয়ে খুব খুশি । হাজার বছর বাঁচুন আপনি ।" আবার কেউ লেখেন, "সব সময় সুস্থ থাকুন ।"

এই 28দিন ধরে তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত যাবতীয় খবর মিডিয়াকে দিয়েছিলেন পরিবারের সদস্যরা । প্রতিদিনের আপডেট দেওয়া হত । তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন হেমা মালিনী ও শাবানা আজ়মি । লতার দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তাঁরা ।

28 সেপ্টেম্বর 90 বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর । আন্তর্জাতিক স্তরে দেশের নামও উজ্জ্বল করেছেন তিনি । মোট 36 টি প্লেব্যাক করেছেন । 2001 সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে । 1948 সাল থেকে 1974 সাল পর্যন্ত 25 হাজারটি গান গেয়েছেন ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.