ETV Bharat / sitara

প্রভাসের বিপরীতে সীতা রূপে কৃতি স্যানন - 'আদিপুরুষ'-র খবর

'আদিপুরুষ' ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকে ৷ ওম রাউত পরিচালিত এই ছবিতে রামের ভূমিকাতে রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রভাস ৷

latest news of 'Adipurush'
'আদিপুরুষ' ছবির টিম,ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Mar 12, 2021, 4:26 PM IST

মুম্বই, 12 মার্চ : সীতার চরিত্রে অভিনয়ে করতে দেখা যাবে অভিনেত্রী কৃতি স্যাননকে ৷ ছবির নাম 'আদিপুরুষ' ৷ এ কথা নিজেই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ৷ ওম রাউত পরিচালিত এই ছবিতে রাম ও লক্ষ্মণের চরিত্রে রয়েছেন যথাক্রমে 'বাহুবলী'র অভিনেতা প্রভাস এবং সানি সিং ৷

কৃতি তাঁর সোশাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে জানান,তিনি খুবই গর্বিত এই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে ৷ একই সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রভাসও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ৷

latest news of 'Adipurush'
'আদিপুরুষ' ছবির টিম,ছবি সৌজন্য সোশাল মিডিয়া

এই ছবি টি যে কৃতি স্যাননের কেরিয়ারে এক অন্য মাত্রা যোগ করতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না ৷ তাই এই ছবিটি যে অভিনেত্রীর কেরিয়ার জীবনে বেশ গুরুত্বপূর্ণতা পাবে তা বলা যায় ৷ অভিনেত্রীর কর্মজীবনে মাইলফলক হয়েও থেকে যেতে পারে ছবিটি ৷

সম্ভবত এই ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সেইফ আলি খানকে ৷ তবে একটা কথা স্বীকার করতেই হয় যে বলিউডে এখন মাইথোলজির ছবির হাওয়া বইছে ৷ কখনও 'আদিপুরুষ' তো কখনও 'ব্রহ্মাস্ত্র' ৷ এখন দেখার কোন ছবিটি কতখানি সফল হতে পারবে এবং স্থান করে নিতে পারবে দর্শকের মনে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.