ETV Bharat / sitara

সলমানের সঙ্গে প্রথম সাক্ষাতে কোনও কথা বলতে পারেননি কিয়ারা ! - meeting salman khan for the first time

সলমানকে প্রথমবার সামনে দেখে একটাও কথা বলতে পারেননি কিয়ারা । 'বোকার' মতো চুপ করে পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা বলেন কিয়ারা ।

df
df
author img

By

Published : Apr 29, 2020, 10:58 AM IST

মুম্বই : 2014 সালে 'ফাগলি' ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কিয়ারা আদবানি । তবে 'কবির সিং' ছবিতে অভিনয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । যদিও সলমান খানের প্রতি সব সময়ই কৃতজ্ঞতা শিকার করেন তিনি । কিন্তু, প্রথম দেখায় সলমানের সঙ্গে একটিও কথা বলতে পারেননি কিয়ারা । চুপ করেই দাঁড়িয়ে ছিলেন তিনি ।

সলমান খানের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন কিয়ারা । বলেন, "মেহবুব স্টুডিয়োতে সলমান খান স্যারের সঙ্গে আমার প্রথম দেখা হয় । ভ্যানিটি ভ্যানের বাইরে শটের অপেক্ষায় বসে ছিলেন তিনি । তাঁকে দেখে আমি বোকা হয়ে যাই । এমন নয় যে তাঁকে চিনতাম না । কিন্তু, তাঁর গাম্ভীর্য দেখে সাহস পাচ্ছিলাম না কথা বলার । এরপর আমার মা ওনার সঙ্গে কথা বলতে শুরু করে । তারপর ধীরে ধীরে পরিস্থিতি একটু স্বাভাবিক হয় । যদিও আমি একটাও কথা বলিনি । শুধু চুপ করে পাশে দাঁড়িয়েছিলাম বোকার মতো ।"

এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা বলিউডে পা রেখেছেন সলমানের হাত ধরে । নিজের ছবিতেই একাধিক অভিনেত্রীকে ব্রেক দিয়েছেন সলমান । তাঁদের মধ্যে কিয়ারা আদবানিও অন্যতম ।

অক্ষয় কুমারের প্রযোজনায় 'ফাগলি' ছবির পর ধোনির বায়োপিকেও দেখা গিয়েছিল কিয়ারাকে । সেখানে সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । প্রশংসিত হয় তাঁর চরিত্র । এরপর 'মেশিন' ছবিতে অভিনয় করেন । যদিও বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি । এরপর করণ জোহরের 'লাস্ট স্টোরিজ়'-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কিয়ারা । তারপর শাহিদ কাপুরের সঙ্গে 'কবির সিং' ছবিতে অভিনয় করেন তিনি । এই ছবির ব্যাপক সাফল্যর পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । এখন 'ইন্দু কি জাওয়ানি', 'শেরশাহ', 'লক্ষ্মী বম্ব' ও 'ভুল ভুলাইয়া 2'-এর মতো একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : 2014 সালে 'ফাগলি' ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কিয়ারা আদবানি । তবে 'কবির সিং' ছবিতে অভিনয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । যদিও সলমান খানের প্রতি সব সময়ই কৃতজ্ঞতা শিকার করেন তিনি । কিন্তু, প্রথম দেখায় সলমানের সঙ্গে একটিও কথা বলতে পারেননি কিয়ারা । চুপ করেই দাঁড়িয়ে ছিলেন তিনি ।

সলমান খানের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন কিয়ারা । বলেন, "মেহবুব স্টুডিয়োতে সলমান খান স্যারের সঙ্গে আমার প্রথম দেখা হয় । ভ্যানিটি ভ্যানের বাইরে শটের অপেক্ষায় বসে ছিলেন তিনি । তাঁকে দেখে আমি বোকা হয়ে যাই । এমন নয় যে তাঁকে চিনতাম না । কিন্তু, তাঁর গাম্ভীর্য দেখে সাহস পাচ্ছিলাম না কথা বলার । এরপর আমার মা ওনার সঙ্গে কথা বলতে শুরু করে । তারপর ধীরে ধীরে পরিস্থিতি একটু স্বাভাবিক হয় । যদিও আমি একটাও কথা বলিনি । শুধু চুপ করে পাশে দাঁড়িয়েছিলাম বোকার মতো ।"

এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা বলিউডে পা রেখেছেন সলমানের হাত ধরে । নিজের ছবিতেই একাধিক অভিনেত্রীকে ব্রেক দিয়েছেন সলমান । তাঁদের মধ্যে কিয়ারা আদবানিও অন্যতম ।

অক্ষয় কুমারের প্রযোজনায় 'ফাগলি' ছবির পর ধোনির বায়োপিকেও দেখা গিয়েছিল কিয়ারাকে । সেখানে সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । প্রশংসিত হয় তাঁর চরিত্র । এরপর 'মেশিন' ছবিতে অভিনয় করেন । যদিও বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি । এরপর করণ জোহরের 'লাস্ট স্টোরিজ়'-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কিয়ারা । তারপর শাহিদ কাপুরের সঙ্গে 'কবির সিং' ছবিতে অভিনয় করেন তিনি । এই ছবির ব্যাপক সাফল্যর পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । এখন 'ইন্দু কি জাওয়ানি', 'শেরশাহ', 'লক্ষ্মী বম্ব' ও 'ভুল ভুলাইয়া 2'-এর মতো একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.