ETV Bharat / sitara

PM কেয়ার্সে অনুদান ক্যাটরিনা-মণীশের

PM কেয়ার্স ও মহারাষ্ট্র মুখ্য়মন্ত্রী ত্রাণ তহবিলে দান করলেন ক্যাটরিনা কাইফ ও সেলেব্রিটি ডিজ়াইনার মণীশ মালহোত্র ।

katrina kaif and manish malhotra donates in pm cares
katrina kaif and manish malhotra donates in pm cares
author img

By

Published : Mar 31, 2020, 11:29 AM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়াচ্ছে অসংখ্য মানুষ । এক কোটি হোক বা এক টাকা, প্রতিটা অনুদানই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ । অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, শিল্পা শেট্টির মতো একাধিক তারকাদের তালিকায় যুক্ত হল আরও দুই নাম । ক্যাটরিনা কাইফ ও ডিজ়াইনার মণীশ মালহোত্র ।

ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছেন, "PM কেয়ার্স ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অনুদান দিতে অঙ্গীকারবদ্ধ হলাম আমি । অতিমারীর দাপটে বিশ্বব্যাপী এই যন্ত্রণা আর কষ্ট দেখে আমার নিজের মন ভেঙে যাচ্ছে ।" তবে কত টাকা দিয়েছেন সেই বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী ।

অন্যদিকে ডিজ়াইনার মণীশ মালহোত্রও সোশাল মিডিয়ার মাধ্য়মে জানিয়েছেন যে কোরোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র দুই সরকারি তহবিলেই অনুদান দিতে চলেছেন তিনি । ডিজ়াইনার এটাও লিখেছেন যে, "শুধু নিজের কর্মক্ষেত্র ও পরিবারের মানুষদের জন্যই নয়, আমি সমস্ত অসহায় মানুষদের পাশে আছি ।"

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে. COVID 19 এই দেশে 32 জনের মৃত্য়ু ঘটিয়েছে । তারা এটাও জানিয়েছেন যে, সোমবার অবধি দেশজুড়ে আক্রান্তের সংখ্য়া গিয়ে দাঁড়িয়েছে 1117 জন, তবে ভারতে এখনও কমিউনিটি স্প্রেডের পর্যায় পৌঁছয়নি কোরোনা ।

মুম্বই : কোরোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়াচ্ছে অসংখ্য মানুষ । এক কোটি হোক বা এক টাকা, প্রতিটা অনুদানই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ । অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, শিল্পা শেট্টির মতো একাধিক তারকাদের তালিকায় যুক্ত হল আরও দুই নাম । ক্যাটরিনা কাইফ ও ডিজ়াইনার মণীশ মালহোত্র ।

ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছেন, "PM কেয়ার্স ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অনুদান দিতে অঙ্গীকারবদ্ধ হলাম আমি । অতিমারীর দাপটে বিশ্বব্যাপী এই যন্ত্রণা আর কষ্ট দেখে আমার নিজের মন ভেঙে যাচ্ছে ।" তবে কত টাকা দিয়েছেন সেই বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী ।

অন্যদিকে ডিজ়াইনার মণীশ মালহোত্রও সোশাল মিডিয়ার মাধ্য়মে জানিয়েছেন যে কোরোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র দুই সরকারি তহবিলেই অনুদান দিতে চলেছেন তিনি । ডিজ়াইনার এটাও লিখেছেন যে, "শুধু নিজের কর্মক্ষেত্র ও পরিবারের মানুষদের জন্যই নয়, আমি সমস্ত অসহায় মানুষদের পাশে আছি ।"

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে. COVID 19 এই দেশে 32 জনের মৃত্য়ু ঘটিয়েছে । তারা এটাও জানিয়েছেন যে, সোমবার অবধি দেশজুড়ে আক্রান্তের সংখ্য়া গিয়ে দাঁড়িয়েছে 1117 জন, তবে ভারতে এখনও কমিউনিটি স্প্রেডের পর্যায় পৌঁছয়নি কোরোনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.