মুম্বই : কালো টি শার্ট । খোলা চুল । কোনও মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে করিনা । তবে লুক নয়, নজর কাড়ল তাঁর গলার হার । যা নাকি তাঁকে উপহার দিয়েছে ছোট্ট তইমুর ।
ঘরেই খেলতে খেলতে মায়ের জন্য হারটি বানিয়েছে তইমুর । হারটিতে রয়েছে নানা রঙের পাস্তা । আর ছেলের হাত থেকে এই হারটি উপহার পেয়ে আপ্লুত করিনা । সঙ্গে সঙ্গে সেই হার গলায় পরে তা শেয়ার করতেও ভোলেননি তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই আসতে শুরু করে একের পর এক কমেন্ট । তইমুরের ক্রিয়েটিভিটির প্রশংসা করেছেন অনেকেই । অনেক তারকাই কমেন্ট করেন সেই ছবিতে ।
কোরোনা আতঙ্কের জেরে 21 দিনের জন্য লকডাউন জারি দেশেজুড়ে । এই সময় আম জনতার পাশাপাশি গৃহবন্দী তারকারাও । ঘরেই দিন কাটছে করিনা ও সইফেরও । কিছুদিন আগে তইমুরকে গার্ডেনিং শেখাচ্ছিলেন সইফ । সেই ছবি ক্যামেরাবন্দী করেন করিনা । পরে তা শেয়ার করেন সোশাল মিডিয়ায় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের মধ্যে সারা বছর পরিবারকে তেমন একটা সময় দিতে পারেন না তারকারা । কিন্তু, এই সময়টা যতটা পারছেন পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা । তইমুরের ক্রিয়েটিভিটির ছবি মাঝে মধ্যেই ক্যামেরাবন্দী করছেন করিনা । এর আগে তইমুরের আঁকা একটি ছবি শেয়ার করেন তিনি । ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, "#ইন হাউজ় পিকাসো"।
- View this post on Instagram
Sunny days will be here again soon... A day at the beach 💙💙💙 #InhousePicasso #QuaranTimDiaries
">
কোরোনা মোকাবিলায় UNICEF-এর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিলেন সইফ ও করিনা । এরপর বলিউডের বাকি তারকাদের মতো পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেন তাঁরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যাস্ত ছিলেন করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত বন্ধ শুটিং । সব ঠিক থাকলে ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি ।