ETV Bharat / sitara

পরিবারের সঙ্গে করবা চৌথ পালন করিনার, ঋষিকে মিস করছেন নীতু - Kareena Karwa Chauth

গতকাল পরিবারের সঙ্গে করবা চৌথ পালন করলেন করিনা কাপুর । ছিলেন নীতু কাপুরও । কিন্তু, পরিবারের সঙ্গে থাকলেও এখনও ঋষি কাপুরের জন্য মন কাঁদে তাঁর । আর সেকথা সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানালেন তিনি ।

sd
zsd
author img

By

Published : Nov 5, 2020, 9:17 PM IST

মুম্বই : করবা চৌথ পালন করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । আর এই আনন্দে গা ভাসিয়ে দিয়েছিলেন করিনা কাপুর খানও । পরিবারের সঙ্গে গতকাল দিনটি পালন করেন তিনি । ছিলেন নীতু কাপুরও । কিন্তু, পরিবার তাঁর পাশে থাকা সত্ত্বেও এখনও ঋষি কাপুরের জন্য মন খারাপ লাগে তাঁর । ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানান তিনি ।

এই বিশেষ দিনে অন্তঃসত্ত্বা করিনাকে গোলাপি ও সাদা কুর্তি ও চুরিদার পরতে দেখা গিয়েছিল । পরিবারের সঙ্গেই দিনটি পালন করেন তিনি । সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে । ছবিতে নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, আদর জৈন সহ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পোজ় দিতে দেখা গিয়েছে বেবোকে ।

asd
করিনার পোস্ট

এরপর সেই একই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন নীতু । তবে পরিবারের পাশে থাকলে এখনও ঋষি কাপুরকে ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাঁর । গত বছরও ঋষির সঙ্গে করবা চৌথ পালন করেছিলেন তিনি । কিন্তু, এবছর একাই দিনটি পালন করতে হচ্ছে তাঁকে । যাই হোক না কেন মেয়ে, নানতি ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মেতে রয়েছেন তিনি ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "পরিবারের সঙ্গে করবা চৌথ পালন । কাপুর সাহেব তোমাকে মিস করছি ।"

মুম্বই : করবা চৌথ পালন করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । আর এই আনন্দে গা ভাসিয়ে দিয়েছিলেন করিনা কাপুর খানও । পরিবারের সঙ্গে গতকাল দিনটি পালন করেন তিনি । ছিলেন নীতু কাপুরও । কিন্তু, পরিবার তাঁর পাশে থাকা সত্ত্বেও এখনও ঋষি কাপুরের জন্য মন খারাপ লাগে তাঁর । ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানান তিনি ।

এই বিশেষ দিনে অন্তঃসত্ত্বা করিনাকে গোলাপি ও সাদা কুর্তি ও চুরিদার পরতে দেখা গিয়েছিল । পরিবারের সঙ্গেই দিনটি পালন করেন তিনি । সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে । ছবিতে নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, আদর জৈন সহ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পোজ় দিতে দেখা গিয়েছে বেবোকে ।

asd
করিনার পোস্ট

এরপর সেই একই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন নীতু । তবে পরিবারের পাশে থাকলে এখনও ঋষি কাপুরকে ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাঁর । গত বছরও ঋষির সঙ্গে করবা চৌথ পালন করেছিলেন তিনি । কিন্তু, এবছর একাই দিনটি পালন করতে হচ্ছে তাঁকে । যাই হোক না কেন মেয়ে, নানতি ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মেতে রয়েছেন তিনি ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "পরিবারের সঙ্গে করবা চৌথ পালন । কাপুর সাহেব তোমাকে মিস করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.