ETV Bharat / sitara

"ডিপ্রেশনের নামে পাবলিসিটি", দীপিকাকে তোপ রঙ্গোলির

দীপিকা পাড়ুকোন বলিউডের এমন একজন অভিনেত্রী, যিনি নিজের ডিপ্রেশনের কথা জনসমক্ষে বলেছেন। এটা যে লুকিয়ে রাখার কোনও বিষয় নয়, বরং কথা বলার মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন, তা তিনি বোঝানোর চেষ্টা করেছেন বারবার। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাঁর একটি NGO রয়েছে, যার নাম 'লিভ লাভ লাফ ফাউন্ডেশন'।

দীপিকা পাড়ুকোন
author img

By

Published : Jul 5, 2019, 8:27 PM IST

মুম্বই : দীপিকার এই ডিপ্রেশন আসলে একটা পাবলিসিটি স্টান্ট, এমনটাই দাবী কঙ্গনার দিদি রঙ্গোলির। রঙ্গোলির এই মন্তব্যের কারণ একটি ভিডিয়ো।

লিভ লাভ লাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে দীপিকা ও সংস্থার এক কর্মী উচ্ছ্বসিত হয়ে নাচছেন। কারণ তাঁদের প্রিভিয়াসলি ইউটিউবে শেয়ার করা একটি ভিডিয়ো এক মিলিয়ন মানুষ দেখেছেন। ভিডিয়োটিতে দীপিকা প্রথম বারের জন্য নিজের ডিপ্রেশনের কথা জনসমক্ষে এনেছিলেন।

ফাউন্ডেশনের এই উচ্ছ্বাসের ভিডিয়োটিকে নিয়েই সমস্যা বাঁধিয়েছেন রঙ্গোলি। তিনি লিখেছেন, "এসব কী হচ্ছে? এটা ডিপ্রেশন আর এরাই সেই মানুষ যাদের 'মেন্টাল' নামটা নিয়ে সমস্যা হয়েছিল। অথচ ডিপ্রেশনের ভিডিয়োতে বরযাত্রীর মতো নাচতে পারেন এরা।"

সঙ্গে তিনি এটাও লিখেছেন, "ডিপ্রেশনের নামে পাবলিসিটি পাওয়ার কি নোংরা পদ্ধতি!" পোস্টটি রঙ্গোলি লিভ লাভ লাফ ফাউন্ডেশনকে ট্যাগও করেছেন।

  • Yeh kya ho raha hai? Yeh depression hota hai, yeh woh log hain jinko word Mental se problem thi, magar depression vidoes pe baration ki tarah nach rahe hain, kya ghatiya wahiyat tarika hai depression ke naam pe publicity lene ka .. @TLLLFoundation 🤦🏻‍♀️ https://t.co/b5BDazQkTk

    — Rangoli Chandel (@Rangoli_A) July 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : দীপিকার এই ডিপ্রেশন আসলে একটা পাবলিসিটি স্টান্ট, এমনটাই দাবী কঙ্গনার দিদি রঙ্গোলির। রঙ্গোলির এই মন্তব্যের কারণ একটি ভিডিয়ো।

লিভ লাভ লাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে দীপিকা ও সংস্থার এক কর্মী উচ্ছ্বসিত হয়ে নাচছেন। কারণ তাঁদের প্রিভিয়াসলি ইউটিউবে শেয়ার করা একটি ভিডিয়ো এক মিলিয়ন মানুষ দেখেছেন। ভিডিয়োটিতে দীপিকা প্রথম বারের জন্য নিজের ডিপ্রেশনের কথা জনসমক্ষে এনেছিলেন।

ফাউন্ডেশনের এই উচ্ছ্বাসের ভিডিয়োটিকে নিয়েই সমস্যা বাঁধিয়েছেন রঙ্গোলি। তিনি লিখেছেন, "এসব কী হচ্ছে? এটা ডিপ্রেশন আর এরাই সেই মানুষ যাদের 'মেন্টাল' নামটা নিয়ে সমস্যা হয়েছিল। অথচ ডিপ্রেশনের ভিডিয়োতে বরযাত্রীর মতো নাচতে পারেন এরা।"

সঙ্গে তিনি এটাও লিখেছেন, "ডিপ্রেশনের নামে পাবলিসিটি পাওয়ার কি নোংরা পদ্ধতি!" পোস্টটি রঙ্গোলি লিভ লাভ লাফ ফাউন্ডেশনকে ট্যাগও করেছেন।

  • Yeh kya ho raha hai? Yeh depression hota hai, yeh woh log hain jinko word Mental se problem thi, magar depression vidoes pe baration ki tarah nach rahe hain, kya ghatiya wahiyat tarika hai depression ke naam pe publicity lene ka .. @TLLLFoundation 🤦🏻‍♀️ https://t.co/b5BDazQkTk

    — Rangoli Chandel (@Rangoli_A) July 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

"ডিপ্রেশনের নামে পাবলিসিটি", দীপিকাকে তোপ রঙ্গোলির



দীপিকা পাড়ুকোন বলিউডের এমন একজন অভিনেত্রী, যিনি নিজের ডিপ্রেশনের কথা জনসমক্ষে বলেছেন। এটা যে লুকিয়ে রাখার কোনও বিষয় নয়, বরং কথা বলার মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন, তা তিনি বোঝানোর চেষ্টা করেছেন বারবার। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাঁর একটি NGO রয়েছে, যার নাম 'লিভ লাভ লাফ ফাউন্ডেশন'।



মুম্বই : দীপিকার এই ডিপ্রেশন আসলে একটা পাবলিসিটি স্টান্ট, এমনটাই দাবী কঙ্গনার দিদি রঙ্গোলির। রঙ্গোলির এই মন্তব্যের কারণ একটি ভিডিয়ো।



লিভ লাভ লাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে দীপিকা ও সংস্থার এক কর্মী উচ্ছ্বসিত হয়ে নাচছেন। কারণ তাঁদের প্রিভিয়াসলি ইউটিউবে শেয়ার করা একটি ভিডিয়ো এক মিলিয়ন মানুষ দেখেছেন। ভিডিয়োটিতে দীপিকা প্রথম বারের জন্য নিজের ডিপ্রেশনের কথা জনসমক্ষে এনেছিলেন।



ফাউন্ডেশনের এই উচ্ছ্বাসের ভিডিয়োটিকে নিয়েই সমস্যা বাঁধিয়েছেন রঙ্গোলি। তিনি লিখেছেন, "এসব কী হচ্ছে? এটা ডিপ্রেশন আর এরাই সেই মানুষ যাদের 'মেন্টাল' নামটা নিয়ে সমস্যা হয়েছিল। অথচ ডিপ্রেশনের ভিডিয়োতে বরযাত্রীর মতো নাচতে পারেন এরা।"



সঙ্গে তিনি এটাও লিখেছেন, "ডিপ্রেশনের নাম পাবলিসিটি পাওয়ার কি নোংরা পদ্ধতি!" পোস্টটি রঙ্গোলি লিভ লাভ লাফ ফাউন্ডেশনকে ট্যাগও করেছেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.