ETV Bharat / sitara

কঙ্গনার অফিস দেখলে চোখ কপালে উঠবে ! - kangna ranaut latest news

মুম্বইয়ের পালি হিল এলাকায় নিজের অফিস তৈরি করেছেন কঙ্গনা রানাওয়াত । সেই অফিস দেখলে চোখ কপালে উঠবে আপনার !

kangna ranaut workplace
kangna ranaut workplace
author img

By

Published : May 27, 2020, 10:11 PM IST

মুম্বই : সম্প্রতি মানালিতে একটি বাড়ি বানিয়েছেন কঙ্গনা । নিজের ডিজ়াইনেই তৈরি করেছেন সেই বাড়ি । চোখ ফেরানো দায় সেই বাড়ির সৌন্দর্য্য় দেখে । আর এবার প্রোডাকশনে হাউজ়ের অফিস ডেকরেশনেও তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী ।

পালি হিলের বাংলো নম্বর পাঁচে নিজের অফিস সেট করেছেন কঙ্গনা, 'মণিকর্ণিকা ফিল্মস' । ডিজ়াইনার শবনম গুপ্তের সঙ্গে কোলাবরেট করে কঙ্গনা সাজিয়েছেন নিজের স্বপ্নের অফিসকে । খরচ পড়েছে 48 কোটি টাকা ।

সূত্রের খবর পুরো অফিসটাই প্লাস্টিক ফ্রি । রয়েছে একটি ওপেন ক্যাফে । কঙ্গনার ব্যক্তিগত অফিস থাকবে একেবারে টপ ফ্লোরে । সঙ্গে রয়েছে মেডিটেশন করার জায়গাও ।

অভিনেত্রীর টিমের তরফ থেকে শেয়ার করা হয়েছে অফিসের ছবি । এলিগেন্স আর আভিজাত্যে ভরা তাঁর ওয়ার্কপ্লেস । দেখে নিন...

মুম্বই : সম্প্রতি মানালিতে একটি বাড়ি বানিয়েছেন কঙ্গনা । নিজের ডিজ়াইনেই তৈরি করেছেন সেই বাড়ি । চোখ ফেরানো দায় সেই বাড়ির সৌন্দর্য্য় দেখে । আর এবার প্রোডাকশনে হাউজ়ের অফিস ডেকরেশনেও তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী ।

পালি হিলের বাংলো নম্বর পাঁচে নিজের অফিস সেট করেছেন কঙ্গনা, 'মণিকর্ণিকা ফিল্মস' । ডিজ়াইনার শবনম গুপ্তের সঙ্গে কোলাবরেট করে কঙ্গনা সাজিয়েছেন নিজের স্বপ্নের অফিসকে । খরচ পড়েছে 48 কোটি টাকা ।

সূত্রের খবর পুরো অফিসটাই প্লাস্টিক ফ্রি । রয়েছে একটি ওপেন ক্যাফে । কঙ্গনার ব্যক্তিগত অফিস থাকবে একেবারে টপ ফ্লোরে । সঙ্গে রয়েছে মেডিটেশন করার জায়গাও ।

অভিনেত্রীর টিমের তরফ থেকে শেয়ার করা হয়েছে অফিসের ছবি । এলিগেন্স আর আভিজাত্যে ভরা তাঁর ওয়ার্কপ্লেস । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.