ETV Bharat / sitara

ব্যানের পরও ম্যাগাজ়িনে ব্যবহৃত হচ্ছে তাঁর ছবি, অভিযোগ কঙ্গনার

সম্প্রতি একটি টুইট করা হয় কঙ্গনার টিমের তরফে । সেখানে লেখা হয়, "কঙ্গনাকে ব্যান করেছিল ভোগ ইন্ডিয়া । কারণ করণ জোহরের ঘনিষ্ঠ হলেন অনিতা আদাজানিয়া (ম্যাগাজ়িনের স্টাইল এডিটর ও ফ্যাশন ডিরেক্টর) ।"

োে্
োে্
author img

By

Published : Jun 22, 2020, 8:50 AM IST

মুম্বই : সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েই মাঝে মধ্যে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । পালগড়ে সাধুদের গণহত্যা থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রতিটি বিষয়তেই সরব হয়েছেন অভিনেত্রী । আর এবার ভোগ ম্যাগাজ়িনের ফ্যাশন ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি ।

সম্প্রতি একটি টুইট করা হয় কঙ্গনার টিমের তরফে । সেখানে লেখা হয়, "কঙ্গনাকে ব্যান করেছিল ভোগ ইন্ডিয়া । কারণ করণ জোহরের ঘনিষ্ঠ হলেন অনিতা আদাজানিয়া (ম্যাগাজ়িনের স্টাইল এডিটর ও ফ্যাশন ডিরেক্টর) ।"

এরপর একটি বিবৃতিতে কঙ্গনা বলেন, "2008 সালে মুক্তি পায় আমার 'ফ্যাশন'। তখন ভোগের কভারে জায়গা করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । কিন্তু, ওই সময় তারা আমাকে কভারে নিতে অস্বীকার করে । কারণ তাদের কাছে আমি এ লিস্টার ছিলাম না । এরপর 2014 সালে আমাকে কভারের জন্য প্রস্তাব দেয় ভোগ । কিন্তু, অনিতা আমার স্টাইলিস্ট হয়ে কাজ করতে চাননি । বরং পাঠিয়ে দিয়েছিলেন নিজের অ্যাসিসট্যান্টকে । তারা মুকেশ মিলসে আমার ফোটো শুট করে ।"

sdf
কঙ্গনার পোস্ট

এরপর মুক্তি পায় কঙ্গনার 'কুইন'। তখনও তাঁর কাছে ভোগের কভারের জন্য ফোটো শুটের প্রস্তাব দেওয়া হয় । কঙ্গনা বলেন, "2015 সালে আমাকে ভোগের তরফে বলা হয় যদি আমি তাদের কভারের জন্য ফোটো শুট করি তাহলে তাদের অ্যাওয়ার্ড শোগুলিতে যোগ দিতে হবে । এরপর অনুরোধ করি যে অন্য তারকাদের মতো আমিও আউটডোর শুট করতে চাই তাদের কভারের জন্য । এতে প্রথমে তারা রাজি হয়ে যায় । এমনকী, অনিতাও আমার স্টাইলিস্ট হতেও রাজি হন । কিন্তু, ফের তারা মুকেশ মিলসের মধ্যে শুট করে । এ বিষয়ে আমি তাদের জিজ্ঞাসা করলে মুখের উপর বলে দেওয়া হয়, 'তুমি যদি চাও অনিতা তোমার স্টাইল করুন তাহলে তোমাকে ওঁর বলা জায়গায় যেতে হবে । আর পোশাকও ফিট করা হবে না ।' এই ব্যবহার আমার খুবই খারাপ লেগেছিল ।"

"তবে 'মানিকর্ণিকা'-র সময় আমি তাদের প্রধান অ্যালেক্সের সঙ্গে কথা বলেছিলাম এবং তাকে বলেছিলাম যে আমার চলচ্চিত্রের প্রচারের জন্য আমি তাদের সঙ্গে একটি কভার শুট করতে চাই । তারা রাজিও হয় । যদিও পরে আমার কোনও সিনেমার প্রচারের জন্য কভার শুট করতে অস্বীকার করে । কিন্তু, তারপরও দেখি যে আমার ছবি ও ভিডিয়োগুলো নিজেদের টাকা রোজগারের জন্য ব্যবহার করছে তারা । এটা কি ঠিক ?"

মুম্বই : সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েই মাঝে মধ্যে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । পালগড়ে সাধুদের গণহত্যা থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রতিটি বিষয়তেই সরব হয়েছেন অভিনেত্রী । আর এবার ভোগ ম্যাগাজ়িনের ফ্যাশন ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি ।

সম্প্রতি একটি টুইট করা হয় কঙ্গনার টিমের তরফে । সেখানে লেখা হয়, "কঙ্গনাকে ব্যান করেছিল ভোগ ইন্ডিয়া । কারণ করণ জোহরের ঘনিষ্ঠ হলেন অনিতা আদাজানিয়া (ম্যাগাজ়িনের স্টাইল এডিটর ও ফ্যাশন ডিরেক্টর) ।"

এরপর একটি বিবৃতিতে কঙ্গনা বলেন, "2008 সালে মুক্তি পায় আমার 'ফ্যাশন'। তখন ভোগের কভারে জায়গা করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । কিন্তু, ওই সময় তারা আমাকে কভারে নিতে অস্বীকার করে । কারণ তাদের কাছে আমি এ লিস্টার ছিলাম না । এরপর 2014 সালে আমাকে কভারের জন্য প্রস্তাব দেয় ভোগ । কিন্তু, অনিতা আমার স্টাইলিস্ট হয়ে কাজ করতে চাননি । বরং পাঠিয়ে দিয়েছিলেন নিজের অ্যাসিসট্যান্টকে । তারা মুকেশ মিলসে আমার ফোটো শুট করে ।"

sdf
কঙ্গনার পোস্ট

এরপর মুক্তি পায় কঙ্গনার 'কুইন'। তখনও তাঁর কাছে ভোগের কভারের জন্য ফোটো শুটের প্রস্তাব দেওয়া হয় । কঙ্গনা বলেন, "2015 সালে আমাকে ভোগের তরফে বলা হয় যদি আমি তাদের কভারের জন্য ফোটো শুট করি তাহলে তাদের অ্যাওয়ার্ড শোগুলিতে যোগ দিতে হবে । এরপর অনুরোধ করি যে অন্য তারকাদের মতো আমিও আউটডোর শুট করতে চাই তাদের কভারের জন্য । এতে প্রথমে তারা রাজি হয়ে যায় । এমনকী, অনিতাও আমার স্টাইলিস্ট হতেও রাজি হন । কিন্তু, ফের তারা মুকেশ মিলসের মধ্যে শুট করে । এ বিষয়ে আমি তাদের জিজ্ঞাসা করলে মুখের উপর বলে দেওয়া হয়, 'তুমি যদি চাও অনিতা তোমার স্টাইল করুন তাহলে তোমাকে ওঁর বলা জায়গায় যেতে হবে । আর পোশাকও ফিট করা হবে না ।' এই ব্যবহার আমার খুবই খারাপ লেগেছিল ।"

"তবে 'মানিকর্ণিকা'-র সময় আমি তাদের প্রধান অ্যালেক্সের সঙ্গে কথা বলেছিলাম এবং তাকে বলেছিলাম যে আমার চলচ্চিত্রের প্রচারের জন্য আমি তাদের সঙ্গে একটি কভার শুট করতে চাই । তারা রাজিও হয় । যদিও পরে আমার কোনও সিনেমার প্রচারের জন্য কভার শুট করতে অস্বীকার করে । কিন্তু, তারপরও দেখি যে আমার ছবি ও ভিডিয়োগুলো নিজেদের টাকা রোজগারের জন্য ব্যবহার করছে তারা । এটা কি ঠিক ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.