ETV Bharat / sitara

হুইলচেয়ারে করে দেশে ফিরলেন অসুস্থ ইরফান

ক্যানসারে ভুগছিলেন ইরফান খান। তবে শোনা গেছিল যে, তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাহলে হুইলচেয়ারে করে কেন দেশে ফিরলেন ইরফান?

Irrfan Khan sick
author img

By

Published : Sep 14, 2019, 6:29 PM IST

মুম্বই : লন্ডনে 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিং সেরে দেশে ফিরলেন ইরফান। তবে পায়ে হেঁটে নয়, হুইলচেয়ারে চেপে। ইরফানের এই চেহারা দেখে শঙ্কিত তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

শুধু হুইলচেয়ারে করে ফেরাই নয়, ইরফানের আচরণ দেখেও চমকেছেন নেটিজেনরা। ক্যামেরা থেকে বাঁচতে টুপি দিয়ে মুখ ঢাকছিলেন তিনি। অন্যদিকে জোর করে ছবি তোলার জন্য নেটিজেনদের কাছে তীব্র সমালোচিত হয়েছেন পাপারাৎজ়িরাও।

Irrfan Khan sick
ছবি সৌজন্য IANS

কেউ লিখেছেন "আপনার লজ্জা হওয়া উচিত। একজন মানুষ যখন স্বচ্ছন্দ নন, তখন কেন তাঁর ছবি তোলা হবে?"

তো কেউ লিখেছেন, "আপনারা দয়া করে ওঁকে এই সময়ে একটু প্রাইভেসি দেবেন? গেট ওয়েল সুন ইরফান"

আবার অনেকেরই প্রশ্ন, টুপির আড়ালে কী লুকোতে চাইলেন অভিনেতা? তাহলে কি খুবই অসুস্থ তিনি? উত্তরের অপেক্ষায় বি-টাউন।

মুম্বই : লন্ডনে 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিং সেরে দেশে ফিরলেন ইরফান। তবে পায়ে হেঁটে নয়, হুইলচেয়ারে চেপে। ইরফানের এই চেহারা দেখে শঙ্কিত তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

শুধু হুইলচেয়ারে করে ফেরাই নয়, ইরফানের আচরণ দেখেও চমকেছেন নেটিজেনরা। ক্যামেরা থেকে বাঁচতে টুপি দিয়ে মুখ ঢাকছিলেন তিনি। অন্যদিকে জোর করে ছবি তোলার জন্য নেটিজেনদের কাছে তীব্র সমালোচিত হয়েছেন পাপারাৎজ়িরাও।

Irrfan Khan sick
ছবি সৌজন্য IANS

কেউ লিখেছেন "আপনার লজ্জা হওয়া উচিত। একজন মানুষ যখন স্বচ্ছন্দ নন, তখন কেন তাঁর ছবি তোলা হবে?"

তো কেউ লিখেছেন, "আপনারা দয়া করে ওঁকে এই সময়ে একটু প্রাইভেসি দেবেন? গেট ওয়েল সুন ইরফান"

আবার অনেকেরই প্রশ্ন, টুপির আড়ালে কী লুকোতে চাইলেন অভিনেতা? তাহলে কি খুবই অসুস্থ তিনি? উত্তরের অপেক্ষায় বি-টাউন।

Intro:Body:

হুইলচেয়ারে করে দেশে ফিরলেন অসুস্থ ইরফান



ক্যানসারে ভুগছিলেন ইরফান খান। তবে শোনা গেছিল যে, তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাহলে হুইলচেয়ারে করে কেন দেশে ফিরলেন ইরফান?



মুম্বই : লন্ডনে 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিং সেরে দেশে ফিরলেন ইরফান। তবে পায়ে হেঁটে নয়, হুইলচেয়ারে চেপে। ইরফানের এই চেহারা দেখে শঙ্কিত তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।



শুধু হুইলচেয়ারে করে ফেরাই নয়, ইরফানের আচরণ দেখেও চমকেছেন নেটিজেনরা। ক্যামেরা থেকে বাঁচতে টুপি দিয়ে মুখ ঢাকছিলেন তিনি। অন্যদিকে জোর করে ছবি তোলার জন্য তীব্র সমালোচিত হয়েছেন পাপারাৎজ়িরাও।



কেউ লিখেছেন "আপনার লজ্জা হওয়া উচিত। একজন মানুষ যখন স্বচ্ছন্দ নন, তখন কেন তাঁর ছবি তোলা হবে?"



তো কেউ লিখেছেন, "আপনারা দয়া করে ওঁকে এই সময়ে একটু প্রাইভেসি দেবেন? গেট ওয়েস সুন ইরফান"



আবার অনেকেরই প্রশ্ন, টুপির আড়ালে কী লুকোতে চাইলেন অভিনেতা? তাহলে কি খুবই অসুস্থ তিনি? উত্তরের অপেক্ষায় বি-টাউন।   




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.