মুম্বই : সেলেব্রিটিদের পিছন পিছন ঘোরাই তাঁদের কাজ । সেলেব্রিটিদের প্রতি মুহূর্তের ঝলক ক্যামেরাবন্দী করেই সংসার চলে তাঁদের । কথা হচ্ছে পাপারাৎজ়িদের নিয়ে । লকডাউনের ফলে তাঁদের জীবন আজ সংকটময় । পাশে দাঁড়ালেন হৃতিক রোশন ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, নিম্ন ও মধ্যবিত্ত পাপারাৎজ়ি পরিবারগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হৃতিক রোশন । তাঁর এই পদক্ষেপে খুশি সেই অসহায় মুখগুলো, তারকাদের ঔজ্জ্বল্যেই যাঁদের মুখে হাসি ফুটে ওঠে ।
ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীদের জন্য অনেকেই অনেক সাহায্য করেছেন । তবে পাপারাৎজ়িরা যেহেতু ফিল্ম অ্যাসোসিয়েশনের মধ্য পড়ছেন না বা তাঁদের কোনও ট্রেড ইউনিয়ন নেই, তাই তাঁদের কথা আলাদা করে কেউ ভাবছেন না । ব্যতিক্রম হৃতিক ।
এই প্রথম নয়, লকডাউনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সাহায্য করছেন অভিনেতা । NGO-র সঙ্গে হাত মিলিয়ে দিনমজুরদের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করছেন । এবার তার সঙ্গে জুড়ল পাপারাৎজ়িদের পাশে দাঁড়ানো।
নিজের উদার মনের পরিচয় দিলেন হৃতিক, মনে করছে বলিউড ।