মুম্বই : 28 সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের 91 তম জন্মদিনে তাঁকে 'ডটার অফ নেশন' (Daughter Of The Nation)-এর খেতাব দেবে মোদি সরকার।
সাত দশক ধরে ভারতীয় সিনেমায় তাঁর সংগীতের অবদান অনস্বীকার্য। সেই অবদানকে সম্মান জানাতেই এই খেতাব লতাকে। গীতিকার ও CBFC-র চেয়ারপার্সন প্রসূন যোশী এই বিশেষ দিনটির জন্য আলাদা ভাবে গানও লিখেছেন। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।
সরকার ঘনিষ্ঠ এক ব্যক্তি IANS-কে জানান, "মোদিজি লতার খুব বড় ভক্ত। সারা ভারতের কণ্ঠ সামগ্রিক ভাবে ফুটে ওঠে লতার কণ্ঠে। লতাজীকে সম্মান জানানো মানে এই দেশের কন্যাকে সম্মান জানানো। লতাকে তাঁর 90 তম জন্মদিনে অফিশিয়ালি এই খেতাব দেওয়া হবে।"
হবু 'ডটার অফ নেশন' লতা মঙ্গেশকরকে ETV ভারত সিতারার তরফ থেকে শুভেচ্ছা।