ETV Bharat / sitara

"আমি মৃত্যু শয্যায়", মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই পোস্ট অভিনেত্রীর - Divvya shared goodbye note

প্রয়াত অভিনেত্রী দিব্যা চৌকসি । ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর বোন সৌম্যা আনিশ ভর্মা ।

োে্
োে্
author img

By

Published : Jul 13, 2020, 7:34 AM IST

Updated : Jul 13, 2020, 8:28 AM IST

মুম্বই : প্রয়াত অভিনেত্রী দিব্যা চৌকসি । দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন । গতকাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তুতো বোন সৌম্যা আনিশ ভার্মা ।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন দিব্যা । মৃত্যু শয্যায় থাকার কথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেন তিনি । লেখেন, "আমি যা বলতে চাইছি, তার জন্য হয়ত শব্দও কম পড়ে যাবে । গত কয়েকমাস ধরে হয়তো অনেকেই আমার খোঁজ পাচ্ছেন না । এখন সময় এসেছে আপনাদের সকলকে জানানোর, যে আমি মৃত্যু শয্যায় । যদিও আমি যথেষ্ট শক্ত রয়েছি । এমন জীবন নিয়ে ফিরে আসব যেখানে যন্ত্রণা থাকবে না । দয়া করে আর কোনও প্রশ্ন করবেন না । ঈশ্বর জানেন, আপনারা সকলে কতখানি গুরুত্বপূর্ণ ছিলেন আমার কাছে ।"

dsf
দিব্যার পোস্ট

দিব্যার মৃত্যুর খবর নিশ্চিত করেন তুতো বোন । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, ক্যানসারে আক্রান্ত হয়ে আজ মৃত্যু হল আমার তুতো বোন দিব্যার ।"

লন্ডন থেকে অভিনয় শেখেন দিব্যা । এরপর 'হ্যায় আপনা দিল তো আওয়ারা' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি । এছাড়াও কয়েকটি সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন । দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । অবশেষে গতকাল শেষ হল ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই । ক্যানসারের কাছে হার মেনে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

মৃত্যর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি পোস্ট করেন দিব্যা । সেখানে লেখেন, "আমি হাসপাতালে ভরতি । কথা বলার মতো অবস্থায় নেই । ক্যানসার আমাকে শেষ করে দিচ্ছে । প্রার্থনা করুন যাতে আমি সহজে মরে যেতে পারি । আপনাদের কমেন্টের কোনও উত্তর দিতে পারব না বলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

asdf
দিব্যার পোস্ট

অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা । সোশাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করেন অনেকেই ।

মুম্বই : প্রয়াত অভিনেত্রী দিব্যা চৌকসি । দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন । গতকাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তুতো বোন সৌম্যা আনিশ ভার্মা ।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন দিব্যা । মৃত্যু শয্যায় থাকার কথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেন তিনি । লেখেন, "আমি যা বলতে চাইছি, তার জন্য হয়ত শব্দও কম পড়ে যাবে । গত কয়েকমাস ধরে হয়তো অনেকেই আমার খোঁজ পাচ্ছেন না । এখন সময় এসেছে আপনাদের সকলকে জানানোর, যে আমি মৃত্যু শয্যায় । যদিও আমি যথেষ্ট শক্ত রয়েছি । এমন জীবন নিয়ে ফিরে আসব যেখানে যন্ত্রণা থাকবে না । দয়া করে আর কোনও প্রশ্ন করবেন না । ঈশ্বর জানেন, আপনারা সকলে কতখানি গুরুত্বপূর্ণ ছিলেন আমার কাছে ।"

dsf
দিব্যার পোস্ট

দিব্যার মৃত্যুর খবর নিশ্চিত করেন তুতো বোন । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, ক্যানসারে আক্রান্ত হয়ে আজ মৃত্যু হল আমার তুতো বোন দিব্যার ।"

লন্ডন থেকে অভিনয় শেখেন দিব্যা । এরপর 'হ্যায় আপনা দিল তো আওয়ারা' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি । এছাড়াও কয়েকটি সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন । দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । অবশেষে গতকাল শেষ হল ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই । ক্যানসারের কাছে হার মেনে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

মৃত্যর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি পোস্ট করেন দিব্যা । সেখানে লেখেন, "আমি হাসপাতালে ভরতি । কথা বলার মতো অবস্থায় নেই । ক্যানসার আমাকে শেষ করে দিচ্ছে । প্রার্থনা করুন যাতে আমি সহজে মরে যেতে পারি । আপনাদের কমেন্টের কোনও উত্তর দিতে পারব না বলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

asdf
দিব্যার পোস্ট

অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা । সোশাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করেন অনেকেই ।

Last Updated : Jul 13, 2020, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.