মুম্বই, 19 এপ্রিল : হাসপাতালে ভর্তি করা হল সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোরকে ৷ তিনি করোনা পজিটিভ৷ হাসপাতালের তরফে জানা গিয়েছে যে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷
বলিউডে অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি হল নদিম-শ্রবণ ৷ সেই জুটিরই অঙ্গ শ্রবণ রাঠোর ৷ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে বলিউডের বিভিন্ন মহলে ৷
শ্রবণের বন্ধু তথা গীতিকার সমীর জানিয়েছেন যে শ্রবণ ডায়াবেটিক ৷ আর তাঁর ফুসফুসের অবস্থা খুব খারাপ ৷ তাঁর হার্টেও সমস্যা রয়েছে ৷ সমীরের আর্জি, সকলে জন্য শ্রবণের দ্রুত আরোগ্যের প্রার্থনা করেন ৷
আরও পড়ুন : সুশান্ত প্রসঙ্গ টেনে কার্তিকের পাশে কঙ্গনা, তুলোধোনা করণ জোহরকে
নদিমকে সঙ্গে নিয়ে গত শতাব্দীর শেষ দশকে বলিউডে কার্যত রাজত্ব করেন শ্রবণ ৷ একের পর এক হিট গান তাঁদের পরিচালনায় তৈরি হয়েছে ৷ তাঁদের সুর করা গান যে সিনেমাগুলিতে ব্যবহার হয়েছে, সেই সিনেমাগুলিও জনপ্রিয় হয়েছিল ৷ সেই তালিকায় রয়েছে - সাজন, দিওয়ানা, পরদেশ ইত্যাদি ৷