দিল্লি : 2019-র প্রথম ছ'মাসে দর্শককে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে বলিউড বক্স অফিস । 'উরি- দা সার্জিকাল স্ট্রাইক', 'লুকাছুপি'-র মতো ছবি মন জয় করে নিয়েছে দর্শকের । 2019-র শেষের ছ'মাসেও রয়েছে বলিউডের চমকপ্রদ তালিকা । দিওয়ালি ও ক্রিসমাসে 'হাউসফুল ৪' ও 'দাবাং ৩' বক্স অফিস মাতাবে বলে আশা করা যাচ্ছে ।
বছরের শেষটা আরও বেশি উত্তেজক হবে বলে মনে করছেন রিলায়েন্স এন্টারটেনমেন্টের গ্রুপ CEO শিবাশিস সরকার । যদিও 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২' ও 'কলঙ্ক' দর্শকদের হতাশ করেছে বলেও জানান তিনি ।
জুলাই মাসে রয়েছে হৃতিক রোশনের 'সুপার ৩০', কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাওয়ের 'জাজমেন্টাল হ্যায় কেয়া', দিলজিৎ দোসাঞ্জের 'অর্জুন পাটিয়ালা', রিচা চাড্ডার 'সেকশন ৩৭৫', সোনাক্সি সিনহার 'খানদানি শাফাখানা' ও সিদ্ধার্থ মলহোত্রা, পরিনিতি চোপড়ার 'জবরিয়া জোড়ি' ।
অগাস্টে মুক্তি পাবে জন আব্রাহামের 'বাতলা হাউস', সেইফ আলি খানের 'লাল কাপতান', আয়ুষ্মান খুরানা ও নুসরত ভারুচার 'ড্রিম গার্ল', অমিতাভ বচ্চনের 'ঝুন্ড', সোনাম কাপুর আহুজার 'দা জ়োয়া ফ্যাক্টর' এবং সানি দেওলের ছেলে করণের ডেবিউ ফিল্ম 'পল পল দিল কে পাস' ।
অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বলিউড বক্স অফিসে আসবে 'দা স্কাই ইজ় পিঙ্ক', 'হাউসফুল ৪', 'সান্ড কি আঁখ', 'পাগলপন্তি', 'ভুত- পার্ট ওয়ান: দা হন্টেড শিপ', 'বালা', 'জওয়ানি জানেমন', 'পানিপত', 'পতি, পত্নি অর উয়ো' এবং 'দাবাং ৩' । আর বছর শেষ হবে 'গুড নিউজ়' দিয়ে ।