ETV Bharat / sitara

স্কোয়াড্রন লিডার অজয় দেবগন, প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক - বিজয় কুমার কার্ণিক

স্কোয়াড্রন লিডার বিজয় কুমার কার্ণিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন অজয় দেবগন । ছবির নাম 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া'। সামনে এল ছবিতে তাঁর ফার্স্ট লুক । ছবি মুক্তি 14 অগাস্ট ।

bg
fg
author img

By

Published : Jan 3, 2020, 11:09 AM IST

মুম্বই : গায়ে বায়ুসেনার পোশাক । মাথায় টুপি ও চোখে কালো চশমা । আর তাঁর ঠিক পিছনেই রয়েছে ভারতীয় বায়ুসেনার একটি বিমান । এভাবেই মুক্তি পেল 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া'-এ অজয় দেবগনের ফার্স্ট লুক ।

2013 সাল থেকে 2019 পর্যন্ত প্রতি বছর স্বাধীনতা দিবসের সময় অক্ষয় কুমারের কোনও না কোনও ছবি মুক্তি পেয়েছে । কিন্তু, এ বছর এখনও পর্যন্ত ওই সময়ের জন্য কোনও ছবি মুক্তির কথা ঘোষণা করেননি অক্ষয় । তবে এবার অক্ষয়কে পিছনে ফেলে এগিয়ে গেছেন অজয় দেবগন । 14 অগাস্ট মুক্তি পেতে চলেছে 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া'। পরিচালনায় অভিষেক দুধাইয়া ।

এর আগে একাধিক ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অজয় । কিন্তু, এবার বায়ুসেনার একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবিতে তাঁর চরিত্রের নাম বিজয় কুমার কার্ণিক । ছবিটি টুইটারে শেয়ার করেন পরিচালক ।

ছবির প্রেক্ষাপট 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ । যেখানে উঠে আসবে তৎকালীন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের কথা । যুদ্ধের সময় গুজরাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তান । স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ভূজ সংলগ্ন গ্রাম থেকে স্থানীয়দের সাহায্য়ে সেই বিমান ঘাঁটি ফের তৈরি করেন । স্থানীয়দের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা । তারপর নিজেই হামলা চালান পাকিস্তানি সেনার উপর । যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্ণিকের এই পদক্ষেপ প্রশংসিত হয় ।

তবে শুধুমাত্র এই ছবিই নয়, জানুয়ারিতেই মুক্তি পাবে অজয়ের 'তানহাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'। ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান । পরিচালনায় ওম রাউত । 10 জানুয়ারি মুক্তি পাবে এই ছবি ।

মুম্বই : গায়ে বায়ুসেনার পোশাক । মাথায় টুপি ও চোখে কালো চশমা । আর তাঁর ঠিক পিছনেই রয়েছে ভারতীয় বায়ুসেনার একটি বিমান । এভাবেই মুক্তি পেল 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া'-এ অজয় দেবগনের ফার্স্ট লুক ।

2013 সাল থেকে 2019 পর্যন্ত প্রতি বছর স্বাধীনতা দিবসের সময় অক্ষয় কুমারের কোনও না কোনও ছবি মুক্তি পেয়েছে । কিন্তু, এ বছর এখনও পর্যন্ত ওই সময়ের জন্য কোনও ছবি মুক্তির কথা ঘোষণা করেননি অক্ষয় । তবে এবার অক্ষয়কে পিছনে ফেলে এগিয়ে গেছেন অজয় দেবগন । 14 অগাস্ট মুক্তি পেতে চলেছে 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া'। পরিচালনায় অভিষেক দুধাইয়া ।

এর আগে একাধিক ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অজয় । কিন্তু, এবার বায়ুসেনার একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবিতে তাঁর চরিত্রের নাম বিজয় কুমার কার্ণিক । ছবিটি টুইটারে শেয়ার করেন পরিচালক ।

ছবির প্রেক্ষাপট 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ । যেখানে উঠে আসবে তৎকালীন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের কথা । যুদ্ধের সময় গুজরাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তান । স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ভূজ সংলগ্ন গ্রাম থেকে স্থানীয়দের সাহায্য়ে সেই বিমান ঘাঁটি ফের তৈরি করেন । স্থানীয়দের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা । তারপর নিজেই হামলা চালান পাকিস্তানি সেনার উপর । যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্ণিকের এই পদক্ষেপ প্রশংসিত হয় ।

তবে শুধুমাত্র এই ছবিই নয়, জানুয়ারিতেই মুক্তি পাবে অজয়ের 'তানহাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'। ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান । পরিচালনায় ওম রাউত । 10 জানুয়ারি মুক্তি পাবে এই ছবি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.