মুম্বই : গায়ে বায়ুসেনার পোশাক । মাথায় টুপি ও চোখে কালো চশমা । আর তাঁর ঠিক পিছনেই রয়েছে ভারতীয় বায়ুসেনার একটি বিমান । এভাবেই মুক্তি পেল 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া'-এ অজয় দেবগনের ফার্স্ট লুক ।
2013 সাল থেকে 2019 পর্যন্ত প্রতি বছর স্বাধীনতা দিবসের সময় অক্ষয় কুমারের কোনও না কোনও ছবি মুক্তি পেয়েছে । কিন্তু, এ বছর এখনও পর্যন্ত ওই সময়ের জন্য কোনও ছবি মুক্তির কথা ঘোষণা করেননি অক্ষয় । তবে এবার অক্ষয়কে পিছনে ফেলে এগিয়ে গেছেন অজয় দেবগন । 14 অগাস্ট মুক্তি পেতে চলেছে 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া'। পরিচালনায় অভিষেক দুধাইয়া ।
এর আগে একাধিক ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অজয় । কিন্তু, এবার বায়ুসেনার একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবিতে তাঁর চরিত্রের নাম বিজয় কুমার কার্ণিক । ছবিটি টুইটারে শেয়ার করেন পরিচালক ।
-
It’s a privilege to present @ajaydevgn sir’s first look as Sq. Ld. Vijay Karnik from my upcoming directorial film #BhujThePrideOfIndia . #14Aug2020. pic.twitter.com/5pZiORdXjs
— Abhishekdudhaiya (@AbhishekDudhai6) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s a privilege to present @ajaydevgn sir’s first look as Sq. Ld. Vijay Karnik from my upcoming directorial film #BhujThePrideOfIndia . #14Aug2020. pic.twitter.com/5pZiORdXjs
— Abhishekdudhaiya (@AbhishekDudhai6) January 1, 2020It’s a privilege to present @ajaydevgn sir’s first look as Sq. Ld. Vijay Karnik from my upcoming directorial film #BhujThePrideOfIndia . #14Aug2020. pic.twitter.com/5pZiORdXjs
— Abhishekdudhaiya (@AbhishekDudhai6) January 1, 2020
ছবির প্রেক্ষাপট 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ । যেখানে উঠে আসবে তৎকালীন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের কথা । যুদ্ধের সময় গুজরাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তান । স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ভূজ সংলগ্ন গ্রাম থেকে স্থানীয়দের সাহায্য়ে সেই বিমান ঘাঁটি ফের তৈরি করেন । স্থানীয়দের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা । তারপর নিজেই হামলা চালান পাকিস্তানি সেনার উপর । যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্ণিকের এই পদক্ষেপ প্রশংসিত হয় ।
তবে শুধুমাত্র এই ছবিই নয়, জানুয়ারিতেই মুক্তি পাবে অজয়ের 'তানহাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'। ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান । পরিচালনায় ওম রাউত । 10 জানুয়ারি মুক্তি পাবে এই ছবি ।