ETV Bharat / sitara

এগিয়ে এল আয়ুষ্মান অভিনীত 'বালা'-র মুক্তি

এগিয়ে এল আয়ুষ্মান খুরানা অভিনীত 'বালা'-র মুক্তির দিন।

Bala preponed
author img

By

Published : Sep 20, 2019, 11:15 PM IST

মুম্বই : আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' বক্স অফিস কাঁপাচ্ছে। আর সেই রেশ থাকতে থাকতে আরও এক সুখবর সিনেমাপ্রেমীদের জন্য। এগিয়ে এল তাঁর পরবর্তী ছবি 'বালা'-র মুক্তির দিন।

2019 সালের 22 নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল অমর কৌশিক পরিচালিত এই ফিল্মের। তবে তা 15 নভেম্বরই মুক্তি পেয়ে যাবে। সোশাল মিডিয়ার মাধ্য়মে এই খবর জানালেন করণ জোহর।

করণ লিখেছেন, "বন্ধুরা একটা সুখবর যে, মজাদার ছবি 'বালা' একটা নতুন মুক্তির দিন পেয়েছে। এই খবর জানাতে পেরে আমি গর্বিত। আর এটা এক সপ্তাহ আগেই মুক্তি পাবে। নতুন দিনটা হল 15 নভেম্বর।"

অগাস্টে মুক্তি পেয়েছে 'বালা'-র টিজ়ার। দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' বক্স অফিস কাঁপাচ্ছে। আর সেই রেশ থাকতে থাকতে আরও এক সুখবর সিনেমাপ্রেমীদের জন্য। এগিয়ে এল তাঁর পরবর্তী ছবি 'বালা'-র মুক্তির দিন।

2019 সালের 22 নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল অমর কৌশিক পরিচালিত এই ফিল্মের। তবে তা 15 নভেম্বরই মুক্তি পেয়ে যাবে। সোশাল মিডিয়ার মাধ্য়মে এই খবর জানালেন করণ জোহর।

করণ লিখেছেন, "বন্ধুরা একটা সুখবর যে, মজাদার ছবি 'বালা' একটা নতুন মুক্তির দিন পেয়েছে। এই খবর জানাতে পেরে আমি গর্বিত। আর এটা এক সপ্তাহ আগেই মুক্তি পাবে। নতুন দিনটা হল 15 নভেম্বর।"

অগাস্টে মুক্তি পেয়েছে 'বালা'-র টিজ়ার। দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

এগিয়ে এল আয়ুষ্মান অভিনীত 'বালা'-র মুক্তি



মুক্তি এগোল আয়ুষ্মান খুরানা অভিনীত 'বালা'-র মুক্তির দিন।  



মুম্বই : আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' বক্স অফিস কাঁপাচ্ছে। আর সেই রেশ থাকতে থাকতে আরও এক সুখবর সিনেমাপ্রেমীদের জন্য। এগিয়ে এল তাঁর পরবর্তী ছবি 'বালা'-র মুক্তির দিন।



2019 সালের 22 নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল অমর কৌশিক পরিচালিত এই ফিল্মের। তবে তা 15 নভেম্বরই মুক্তি পেয়ে যাবে। সোশাল মিডিয়ার মাধ্য়মে এই খবর জানালেন করণ জোহর।



করণ লিখেছেন, "বন্ধুরা একটা সুখবর যে, মজাদার ছবি 'বালা' একটা নতুন মুক্তির দিন পেয়েছে। এই খবর জানাতে পেরে আমি গর্বিত। আর এটা এক সপ্তাহ আগেই মুক্তি পাবে। নতুন দিনটা হল 15 নভেম্বর।"



অগাস্টে মুক্তি পেয়েছে 'বালা'-র টিজ়ার। দেখে নিন...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.