ETV Bharat / sitara

আমিরের সঙ্গে তুলনা আয়ুষ্মানের? চটলেন নেটিজেনরা

আজই মুক্তি পেল আয়ুষ্মান অভিনীত 'ড্রিম গার্ল'। সমালোচকদের বেশ ভালো রিভিউ পাচ্ছে ছবিটি। তবে আমির খানের সঙ্গে আয়ুষ্মানের তুলনা? ব্যাপারটা বাড়াবাড়ি ঠেকল নেটিজেনদের।

Ayushmann Khurrana Aamir Khan
author img

By

Published : Sep 13, 2019, 9:19 PM IST

মুম্বই : 'নিউ এজ পারফেকশানিস্ট', এই নামেই আয়ুষ্মানকে অভিহিত করলেন এক সমালোচক। তাঁর এই কথায় বেশ চটলেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। সবার একটা বক্তব্য....আমির কিন্তু আমিরই।

সোহেল খান নামে সেই সমালোচক লিখেছেন, "ছবিটা শুধুমাত্র বিনোদন, বিনোদন আর পুরো বিনোদন। 'ড্রিম গার্ল' অবশ্যই বিজেতা। এই ধরনের ছবি অনেকদিন পর একবারই আসে..আর একটা আকাঙ্খা তৈরি করে যায়। আয়ুষ্মান এই যুগের পারফেকশানিস্ট।"

সোহেলের এই মন্তব্য কেউ লিখেছেন, "বলার আগে একবার ভেবে নে..কোথায় আমির আর কোথায় আয়ুষ্মান।"

Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্যে টুইটার

তো আবার কেউ লিখেছেন, "আমির, আমির..ওঁর সঙ্গে তুলনা করার মতো কেউ আসেনি।"

Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্যে টুইটার

তো কারো মতে, "আয়ুষ্মান ভালো, এতে কোনও সন্দেহ নেই। ও খুব ভাগ্যবান যে, এত ভালো ভালো স্ক্রিপ্ট পাচ্ছে। তবে স্টারডম ব্যাপারটা অন্য।"

Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্যে টুইটার
Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্য টুইটার

এই সব মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, আমির তাঁর জনপ্রিয়তা একটুও হারাননি। বছরে একটা সিনেমা করলেও আমির সেই আমিরই...

মুম্বই : 'নিউ এজ পারফেকশানিস্ট', এই নামেই আয়ুষ্মানকে অভিহিত করলেন এক সমালোচক। তাঁর এই কথায় বেশ চটলেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। সবার একটা বক্তব্য....আমির কিন্তু আমিরই।

সোহেল খান নামে সেই সমালোচক লিখেছেন, "ছবিটা শুধুমাত্র বিনোদন, বিনোদন আর পুরো বিনোদন। 'ড্রিম গার্ল' অবশ্যই বিজেতা। এই ধরনের ছবি অনেকদিন পর একবারই আসে..আর একটা আকাঙ্খা তৈরি করে যায়। আয়ুষ্মান এই যুগের পারফেকশানিস্ট।"

সোহেলের এই মন্তব্য কেউ লিখেছেন, "বলার আগে একবার ভেবে নে..কোথায় আমির আর কোথায় আয়ুষ্মান।"

Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্যে টুইটার

তো আবার কেউ লিখেছেন, "আমির, আমির..ওঁর সঙ্গে তুলনা করার মতো কেউ আসেনি।"

Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্যে টুইটার

তো কারো মতে, "আয়ুষ্মান ভালো, এতে কোনও সন্দেহ নেই। ও খুব ভাগ্যবান যে, এত ভালো ভালো স্ক্রিপ্ট পাচ্ছে। তবে স্টারডম ব্যাপারটা অন্য।"

Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্যে টুইটার
Ayushmann Khurrana Aamir Khan
সৌজন্য টুইটার

এই সব মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, আমির তাঁর জনপ্রিয়তা একটুও হারাননি। বছরে একটা সিনেমা করলেও আমির সেই আমিরই...

Intro:Body:



আমিরের সঙ্গে তুলনা আয়ুষ্মানের? চটলেন নেটিজেনরা



আজই মুক্তি পেল আয়ুষ্মান অভিনীত 'ড্রিম গার্ল'। সমালোচকদের বেশ ভালো রিভিউ পাচ্ছে ছবিটি। তবে আমির খানের সঙ্গে আয়ুষ্মানের তুলনা? ব্যাপারটা বাড়াবাড়ি ঠেকল নেটিজেনদের।



মুম্বই : 'নিউ এজ পারফেকশানিস্ট', এই নামেই আয়ুষ্মানকে অভিহিত করলেন এক সমালোচক। তাঁর এই কথায় বেশ চটলেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। সবার একটা বক্তব্য....আমির কিন্তু আমিরই।



সোহেল খান নামে সেই সমালোচক লিখেছেন, "ছবিটা শুধুমাত্র বিনোদন বিনোদন আর পুরো বিনোদন। 'ড্রিম গার্ল' অবশ্যই বিজেতা। এই ধরনের ছবি অনেকদিন পর একবারই আসে..আর একটা আকাঙ্খা তৈরি করে যায়। আয়ুষ্মান এই যুগের পারফেকশানিস্ট।"



সোহেলের এই মন্তব্য কেউ লিখেছেন, "বলার আগে একবার ভেবে নে..কোথায় আমির আর কোথায় আয়ুষ্মান।"



তো আবার কেউ লিখেছেন, "আমির, আমির.. ওঁর সঙ্গে তুলনা করার মতো কেউ আসেনি।"



তো কারো মতে, "আয়ুষ্মান ভালো, এতে কোনও সন্দেহ নেই। ও খুব ভাগ্যবান যে, এত ভালো ভালো স্ক্রিপ্ট পাচ্ছে। তবে স্টারডম ব্যাপারটা অন্য।"



এই সব মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, আমির তাঁর জনপ্রিয়তা একটুও হারাননি। বছরে একটা সিনেমা করলেও আমির সেই আমিরই...








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.