ETV Bharat / sitara

মালাইকাকে ডিভোর্স দেওয়াটা খুব দরকার ছিল, বললেন আরবাজ় - মালাইকা আরোরার খবর

2017 সালে 19 বছরের বিবাহিত জীবনে ইতি টানেন মালাইকা আরোর ও আরবাজ় খান । মালাইকাকে ডিভোর্সটা দেওয়াটা খুব প্রয়োজনীয় ছিল, বললেন অভিনেতা ।

Arbaaz and Malaika Divorce
Arbaaz and Malaika Divorce
author img

By

Published : Dec 24, 2019, 10:10 AM IST

মুম্বই : ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ় খান । বললেন, কঠিন হলেও খুবই প্রয়োজনীয় ছিল এই সিদ্ধান্ত ।

আরবাজ় বলেন, "যখন আপনার এক সন্তান হয়ে যায়, তখন ডিভোর্স করাটা কঠিন হয়ে দাঁড়ায় । তবে পরিস্থিতি এমন হয়ে গেছিল যে, ডিভোর্সটাই আমাদের একমাত্র উপায় ছিল । তাহলেই একটু হলেও বাঁচানো যেত আমাদের সমীকরণটা ।"

Arbaaz and Malaika Divorce
.

এই ব্যাপারে ছেলে আরহানের কী প্রতিক্রিয়া ছিল ? উত্তরে আরবাজ় বলেন, "ওই সময় আরহান প্রায় 12 বছর..তাই পুরো ব্যাপারটা কী চলছে সেটা বোঝার ক্ষমতা ছিল ওর । খুব একটা ভেঙে বলতে হয়নি ।"

ডিভোর্সের পর আরহানের কাস্টডি পেয়েছেন মালাইকা । তবে আরবাজ় সবসময়ে ছেলের জন্য় প্রস্তুত, জানালেন নিজেই । তিনি বললেন, "এখন ওর 17..খুব তাড়াতাড়ি 18 তে পড়বে । তখন ও নিজেই সিদ্ধান্ত নেবে যে কার কাছে থাকতে চায় ও ।"

Arbaaz and Malaika Divorce
.

আরহানকে প্রায়ই মায়ের সঙ্গে দেখা যায় বিভিন্ন আউটিংয়ে । সেখানে উপস্থিত থাকেন মালাইকার রিউমর্ড বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও । অন্যদিকে আরবাজ় নিজেও পার্সোনাল লাইফে অনেকদূর এগিয়ে গেছেন । জর্জিয়া আনদ্রিয়ানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গেছে বারংবার ।

মুম্বই : ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ় খান । বললেন, কঠিন হলেও খুবই প্রয়োজনীয় ছিল এই সিদ্ধান্ত ।

আরবাজ় বলেন, "যখন আপনার এক সন্তান হয়ে যায়, তখন ডিভোর্স করাটা কঠিন হয়ে দাঁড়ায় । তবে পরিস্থিতি এমন হয়ে গেছিল যে, ডিভোর্সটাই আমাদের একমাত্র উপায় ছিল । তাহলেই একটু হলেও বাঁচানো যেত আমাদের সমীকরণটা ।"

Arbaaz and Malaika Divorce
.

এই ব্যাপারে ছেলে আরহানের কী প্রতিক্রিয়া ছিল ? উত্তরে আরবাজ় বলেন, "ওই সময় আরহান প্রায় 12 বছর..তাই পুরো ব্যাপারটা কী চলছে সেটা বোঝার ক্ষমতা ছিল ওর । খুব একটা ভেঙে বলতে হয়নি ।"

ডিভোর্সের পর আরহানের কাস্টডি পেয়েছেন মালাইকা । তবে আরবাজ় সবসময়ে ছেলের জন্য় প্রস্তুত, জানালেন নিজেই । তিনি বললেন, "এখন ওর 17..খুব তাড়াতাড়ি 18 তে পড়বে । তখন ও নিজেই সিদ্ধান্ত নেবে যে কার কাছে থাকতে চায় ও ।"

Arbaaz and Malaika Divorce
.

আরহানকে প্রায়ই মায়ের সঙ্গে দেখা যায় বিভিন্ন আউটিংয়ে । সেখানে উপস্থিত থাকেন মালাইকার রিউমর্ড বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও । অন্যদিকে আরবাজ় নিজেও পার্সোনাল লাইফে অনেকদূর এগিয়ে গেছেন । জর্জিয়া আনদ্রিয়ানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গেছে বারংবার ।

Intro:Body:

মালাইকার সঙ্গে ডিভোর্সটা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল, বললেন আরবাজ়



2017 সালে 19 বছরের বিবাহিত জীবনে ইতি টানেন মালাইকা আরোর ও আরবাজ় খান । ডিভোর্সটা খুব প্রয়োজনীয় ছিল, বললেন অভিনেতা ।



মুম্বই : ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ় খান । বললেন, কঠিন হলেও খুবই প্রয়োজনীয় ছিল এই সিদ্ধান্ত ।



আরবাজ় বলেন, "যখন আপনার এক সন্তান হয়ে যায়, তখন ডিভোর্স করাটা কঠিন হয়ে দাঁড়ায় । তবে পরিস্থিতি এমন হয়ে গেছিল যে, ডিভোর্সটাই আমাদের একমাত্র উপায় ছিল । তাহলেই একটু হলেও বাঁচানো যেত আমাদের সমীকরণটা ।"



এই ব্যাপারে ছেলে আরহানের কী প্রতিক্রিয়া ছিল ? উত্তরে আরবাজ় বলেন, "ওই সময় আরহান প্রায় 12 বছর..তাই পুরো ব্যাপারটা কী চলছে সেটা বোঝার ক্ষমতা ছিল ওর । খুব একটা ভেঙে বলতে হয়নি ।"



ডিভোর্সের পর আরহানের কাস্টডি পেয়েছেন মালাইকা । তবে আরবাজ় সবসময়ে ছেলের জন্য় প্রস্তুত, জানালেন নিজেই । তিনি বললেন, "এখন ওর 17..খুব তাড়াতাড়ি 18 তে পড়বে । তখন ও নিজেই সিদ্ধান্ত নেবে যে কার কাছে থাকতে চায় ও ।"



আরহানকে প্রায়ই মায়ের সঙ্গে দেখা যায় বিভিন্ন আউটিংয়ে । সেখানে উপস্থিত থাকেন মালাইকার রিউমর্ড বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও । অন্যদিকে আরবাজ় নিজেও পার্সোনাল লাইফে অনেকদূর এগিয়ে গেছেন । জর্জিয়া আনদ্রিয়ানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গেছে বারংবার ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.