ETV Bharat / sitara

অনুপমের মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

আজ ইনস্টাগ্রামে মায়ের একটি পুরোনো ছবি পোস্ট করেন অনুপম । সেখানে লেখেন, "মা আগের থেকে অনেকটাই ভালো আছে । রাজু, রিমা ও বৃন্দাও ভালো আছে ।"

োে্
োে্
author img

By

Published : Jul 17, 2020, 2:12 PM IST

মুম্বই : বচ্চন পরিবারের পাশাপাশি কোরোনার থাবা অনুপম খেরের বাড়িতেও । কোরোনায় আক্রান্ত হন তাঁর মা দুলারি, দাদা, বউদি ও ভাইঝি । টুইট করে সংক্রমণের কথা জানিয়েছিলেন অনুপম নিজেই । যদিও এখন তাঁর মা আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা ।

12 জুলাই অনুপমের মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে ভরতি করা হয় কোকিলাবেন হাসপাতালে । কয়েকদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছিলেন যে তাঁর মাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে ।

এরপর আজ ইনস্টাগ্রামে মায়ের একটি পুরোনো ছবি পোস্ট করেন অনুপম । সেখানে লেখেন, "মা আগের থেকে অনেকটাই ভালো আছে । রাজু, রিমা ও বৃন্দাও ভালো আছে ।"

12 জুলাই একটি ভিডিয়ো বার্তায় অনুপম জানিয়েছিলেন, "কয়েক দিন থেকেই আমার মায়ের খিদে পাচ্ছিল না ৷ কিছুই খাচ্ছিল না ৷ শুধু ঘুমিয়ে থাকত ৷ তখন আমি চিকিৎসকের পরামর্শ নিই ৷ মায়ের রক্ত পরীক্ষা করাই ৷ রিপোর্টে সব কিছু স্বাভাবিক ছিল ৷ তখন চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন ৷ সিটি স্ক্যানে Covid 19-এর মৃদু উপসর্গ সামনে আসে ৷ তখন আমি ও আমার ভাই আমাদেরও কোরোনা পরীক্ষা করাই ৷ তারপর রিপোর্ট এলে জানতে পারি রাজুর শরীরেও কোরোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ তবে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷"

মুম্বই : বচ্চন পরিবারের পাশাপাশি কোরোনার থাবা অনুপম খেরের বাড়িতেও । কোরোনায় আক্রান্ত হন তাঁর মা দুলারি, দাদা, বউদি ও ভাইঝি । টুইট করে সংক্রমণের কথা জানিয়েছিলেন অনুপম নিজেই । যদিও এখন তাঁর মা আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা ।

12 জুলাই অনুপমের মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে ভরতি করা হয় কোকিলাবেন হাসপাতালে । কয়েকদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছিলেন যে তাঁর মাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে ।

এরপর আজ ইনস্টাগ্রামে মায়ের একটি পুরোনো ছবি পোস্ট করেন অনুপম । সেখানে লেখেন, "মা আগের থেকে অনেকটাই ভালো আছে । রাজু, রিমা ও বৃন্দাও ভালো আছে ।"

12 জুলাই একটি ভিডিয়ো বার্তায় অনুপম জানিয়েছিলেন, "কয়েক দিন থেকেই আমার মায়ের খিদে পাচ্ছিল না ৷ কিছুই খাচ্ছিল না ৷ শুধু ঘুমিয়ে থাকত ৷ তখন আমি চিকিৎসকের পরামর্শ নিই ৷ মায়ের রক্ত পরীক্ষা করাই ৷ রিপোর্টে সব কিছু স্বাভাবিক ছিল ৷ তখন চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন ৷ সিটি স্ক্যানে Covid 19-এর মৃদু উপসর্গ সামনে আসে ৷ তখন আমি ও আমার ভাই আমাদেরও কোরোনা পরীক্ষা করাই ৷ তারপর রিপোর্ট এলে জানতে পারি রাজুর শরীরেও কোরোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ তবে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.