ETV Bharat / sitara

মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা অনুপমের

author img

By

Published : May 11, 2020, 10:59 AM IST

বুকে ব্যথা হওয়ায় গতকাল দিল্লির হাসপাতালে ভরতি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে । তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আজ টুইট করেন অনুপম খের ।

sdf
sr

মুম্বই : বুকে ব্যথা নিয়ে গতকাল হাসপাতালে ভরতি হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । রাত পৌনে ন'টা নাগাদ তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালের কার্ডিয়ো-থোরাসিক ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন তিনি । তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন অনুপম খের ।

টুইট করে অনুপম লেখেন, "ভগবানের কাছে প্রার্থনা যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যেন খুব তাড়াতাড়ি পুরোপুরো সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।"

  • मेरी प्रभु से प्रार्थना है कि पूर्व प्रधानमंत्री #मनमोहन_सिंह जी जल्दी ही पूर्ण रूप से स्वास्थ्य होकर अपने घर लौटें। Wishing former Prime Minister #DrManmohanSingh ji a very speedy recovery. 🙏

    — Anupam Kher (@AnupamPKher) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্চ মাসে সংসদ স্থগিত হওয়ার আগে একবার পড়ে গিয়েছিলেন মনমোহন সিং । সেই সময় তাঁকে চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন । 1990 সালে ও 2009 সালে তাঁর দু'বার বাইপাস হার্ট সার্জারি করা হয় । 2009-এ সার্জারির জন্য 10 ঘণ্টারও বেশি সময় লেগেছিল । এবার ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভরতি করা হল তাঁকে ।

সূত্রের খবর, তাঁকে ICU-তে রাখা হয়নি । হাসপাতালের সাধারণ কেবিনেই রাখা হয়েছে তাঁকে । কার্ডিয়োলজির অধ্যাপক চিকিৎসক নীতীশ নায়েক তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ।

মুম্বই : বুকে ব্যথা নিয়ে গতকাল হাসপাতালে ভরতি হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । রাত পৌনে ন'টা নাগাদ তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালের কার্ডিয়ো-থোরাসিক ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন তিনি । তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন অনুপম খের ।

টুইট করে অনুপম লেখেন, "ভগবানের কাছে প্রার্থনা যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যেন খুব তাড়াতাড়ি পুরোপুরো সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।"

  • मेरी प्रभु से प्रार्थना है कि पूर्व प्रधानमंत्री #मनमोहन_सिंह जी जल्दी ही पूर्ण रूप से स्वास्थ्य होकर अपने घर लौटें। Wishing former Prime Minister #DrManmohanSingh ji a very speedy recovery. 🙏

    — Anupam Kher (@AnupamPKher) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্চ মাসে সংসদ স্থগিত হওয়ার আগে একবার পড়ে গিয়েছিলেন মনমোহন সিং । সেই সময় তাঁকে চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন । 1990 সালে ও 2009 সালে তাঁর দু'বার বাইপাস হার্ট সার্জারি করা হয় । 2009-এ সার্জারির জন্য 10 ঘণ্টারও বেশি সময় লেগেছিল । এবার ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভরতি করা হল তাঁকে ।

সূত্রের খবর, তাঁকে ICU-তে রাখা হয়নি । হাসপাতালের সাধারণ কেবিনেই রাখা হয়েছে তাঁকে । কার্ডিয়োলজির অধ্যাপক চিকিৎসক নীতীশ নায়েক তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.