ETV Bharat / sitara

কঙ্গনার মুম্বইয়ের অফিসে ভাঙচুর, কী বলছেন বলি তারকারা ?

আজ সকালে বুলডোজ়ার দিয়ে কঙ্গনার অফিসে ভাঙচুর চালায় BMC । যদিও BMC-র এই পদক্ষেপ মেনে নিতে পারেননি একাধিক বলি তারকা । এর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন অনুপম খের, দিয়া মির্জ়া, রেণুকা সাহানের মতো তারকারা ।

asd
sd
author img

By

Published : Sep 9, 2020, 7:26 PM IST

মুম্বই : বেআইনি নির্মাণের অভিযোগে গতকাল কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিসে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল অভিনেত্রীর । যদিও তা তিনি দেননি । আর সেই কারণেই আজ সকালে বুলডোজ়ার দিয়ে ওই অফিসে ভাঙচুর চালায় BMC । যদিও BMC-র এই পদক্ষেপ মেনে নিতে পারেননি একাধিক বলি তারকা । এর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে তাঁদের ।

অনুপম খের : ভুল ভুল এটা ভুল !! এটাকে বুলডোজ়ার নয়, বুলিডোজ়ার বলে । এভাবে কারও ঘর ভাঙা ভীষণ অন্যায়ের । এর সবথেকে বড় প্রভাব বা প্রহার কঙ্গনার উপর নয়, মুম্বইয়ের জমি ও বিবেকের উপর পড়েছে । খুবই দুঃখিত ।

  • ग़लत ग़लत ग़लत है !! इसको bulldozer नही #Bullydozer कहते है। किसी का घरोंदा इस बेरहमी से तोड़ना बिल्कुल ग़लत है। इसका सबसे बड़ा प्रभाव या प्रहार @KanganaTeam के घर पर नहीं बल्कि मुम्बई की ज़मीन और ज़मीर पर हुआ है। अफ़सोस अफ़सोस अफ़सोस है। ☹️

    — Anupam Kher (@AnupamPKher) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেণুকা সাহানে : আমার যদিও কঙ্গনার POK মন্তব্য পছন্দ হয়নি, তবে তার প্রতিশোধ নিতে যে ধ্বংসলীলা BMC চালিয়েছে তাতে তারা অনেক নিচে নেমে গিয়েছে । এতে আমি মহারাষ্টের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন করছি । একে কোরোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে এত নাটকের কী প্রয়োজন ছিল ?

  • Though I did not like @KanganaTeam 's comment comparing Mumbai to POK I am appalled by the revenge demolition carried out by @mybmc You do not have to stoop so low. @CMOMaharashtra please intervene. There is a pandemic we are dealing with. Do we need this unnecessary drama?

    — Renuka Shahane (@renukash) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই কঠিন পরিস্থিতিকে কঙ্গনা ও তাঁর টিমকে শক্ত থাকতে বলেছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান প্রসূন যোশী ।

নিখিল দ্বিবেদী : ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কঙ্গনা যে মন্তব্য করেছেন আর যে অভিযোগ তুলেছেন আমি সেগুলিকে সমর্থন করি না । কিন্তু, আজ যা হয়েছে তাতে আমি তাঁকে সমর্থন করি । যা হয়েছে তা একেবারেই ঠিক নয় ।

  • I don't support #KanganaRanaut's often exaggerated & at times even factually incorrect allegations against the movie industry.
    I am SUPPORTING her on today's happenings. What's being done is WRONG.

    — Nikhil Dwivedi (@Nikhil_Dwivedi) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুটি টুইট করেছেন দিয়া মির্জ়া । প্রথম টুইটে তিনি লেখেন, "মুম্বইকে কঙ্গনার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার বিষয়টি নেওয়া যায় না । তবে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের ( BMC) হঠাৎ করে কঙ্গনার অফিস ভাঙার কাজ নিয়ে প্রশ্ন উঠছে । কেন এখন এভাবে ভাঙা হল ? যদি সত্যিই অনিয়ম থাকে, তাহলে এতদিন কী করা হচ্ছিল ?"

  • Kangana comparing Mumbai to POK is not acceptable. But there is absolutely no doubt that @mybmc moving to suddenly conduct a demolition of areas of her office space is totally questionable. Why now? Why like this? What were you doing all this while if there were irregularities?

    — Dia Mirza (@deespeak) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর কয়েক মিনিটের ব্যবধানে আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "গত কয়েকমাস ধরে কঙ্গনা যা যা মন্তব্য করেছেন তার অনেক কিছুর সঙ্গেই আমি সহমত নই । তিনি যখন কোনও ব্যক্তিকে আক্রমণ করেছেন তখন সেটাকে আমি সমর্থন করিনি । আর একইভাবে যখন কঙ্গনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তখনও আমি সমর্থন করি না ।"

  • I don’t agree with many of the things Kangana has said in the last few months. The name calling, the vicious personal attacks on individuals, the vilification of people. At the same time i am not okay with her being subjected to personal attacks.

    — Dia Mirza (@deespeak) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : বেআইনি নির্মাণের অভিযোগে গতকাল কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিসে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল অভিনেত্রীর । যদিও তা তিনি দেননি । আর সেই কারণেই আজ সকালে বুলডোজ়ার দিয়ে ওই অফিসে ভাঙচুর চালায় BMC । যদিও BMC-র এই পদক্ষেপ মেনে নিতে পারেননি একাধিক বলি তারকা । এর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে তাঁদের ।

অনুপম খের : ভুল ভুল এটা ভুল !! এটাকে বুলডোজ়ার নয়, বুলিডোজ়ার বলে । এভাবে কারও ঘর ভাঙা ভীষণ অন্যায়ের । এর সবথেকে বড় প্রভাব বা প্রহার কঙ্গনার উপর নয়, মুম্বইয়ের জমি ও বিবেকের উপর পড়েছে । খুবই দুঃখিত ।

  • ग़लत ग़लत ग़लत है !! इसको bulldozer नही #Bullydozer कहते है। किसी का घरोंदा इस बेरहमी से तोड़ना बिल्कुल ग़लत है। इसका सबसे बड़ा प्रभाव या प्रहार @KanganaTeam के घर पर नहीं बल्कि मुम्बई की ज़मीन और ज़मीर पर हुआ है। अफ़सोस अफ़सोस अफ़सोस है। ☹️

    — Anupam Kher (@AnupamPKher) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেণুকা সাহানে : আমার যদিও কঙ্গনার POK মন্তব্য পছন্দ হয়নি, তবে তার প্রতিশোধ নিতে যে ধ্বংসলীলা BMC চালিয়েছে তাতে তারা অনেক নিচে নেমে গিয়েছে । এতে আমি মহারাষ্টের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন করছি । একে কোরোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে এত নাটকের কী প্রয়োজন ছিল ?

  • Though I did not like @KanganaTeam 's comment comparing Mumbai to POK I am appalled by the revenge demolition carried out by @mybmc You do not have to stoop so low. @CMOMaharashtra please intervene. There is a pandemic we are dealing with. Do we need this unnecessary drama?

    — Renuka Shahane (@renukash) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই কঠিন পরিস্থিতিকে কঙ্গনা ও তাঁর টিমকে শক্ত থাকতে বলেছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান প্রসূন যোশী ।

নিখিল দ্বিবেদী : ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কঙ্গনা যে মন্তব্য করেছেন আর যে অভিযোগ তুলেছেন আমি সেগুলিকে সমর্থন করি না । কিন্তু, আজ যা হয়েছে তাতে আমি তাঁকে সমর্থন করি । যা হয়েছে তা একেবারেই ঠিক নয় ।

  • I don't support #KanganaRanaut's often exaggerated & at times even factually incorrect allegations against the movie industry.
    I am SUPPORTING her on today's happenings. What's being done is WRONG.

    — Nikhil Dwivedi (@Nikhil_Dwivedi) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুটি টুইট করেছেন দিয়া মির্জ়া । প্রথম টুইটে তিনি লেখেন, "মুম্বইকে কঙ্গনার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার বিষয়টি নেওয়া যায় না । তবে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের ( BMC) হঠাৎ করে কঙ্গনার অফিস ভাঙার কাজ নিয়ে প্রশ্ন উঠছে । কেন এখন এভাবে ভাঙা হল ? যদি সত্যিই অনিয়ম থাকে, তাহলে এতদিন কী করা হচ্ছিল ?"

  • Kangana comparing Mumbai to POK is not acceptable. But there is absolutely no doubt that @mybmc moving to suddenly conduct a demolition of areas of her office space is totally questionable. Why now? Why like this? What were you doing all this while if there were irregularities?

    — Dia Mirza (@deespeak) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর কয়েক মিনিটের ব্যবধানে আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "গত কয়েকমাস ধরে কঙ্গনা যা যা মন্তব্য করেছেন তার অনেক কিছুর সঙ্গেই আমি সহমত নই । তিনি যখন কোনও ব্যক্তিকে আক্রমণ করেছেন তখন সেটাকে আমি সমর্থন করিনি । আর একইভাবে যখন কঙ্গনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তখনও আমি সমর্থন করি না ।"

  • I don’t agree with many of the things Kangana has said in the last few months. The name calling, the vicious personal attacks on individuals, the vilification of people. At the same time i am not okay with her being subjected to personal attacks.

    — Dia Mirza (@deespeak) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.