কলকাতা : আমাদের রাজ্যেরই ঘটনা, রানাঘাট রেলওয়ে স্টেশন। স্টেশনের বাইরে বসে থাকা এক বৃদ্ধার গলায় লতা মঙ্গেশকরের 'এক পেয়ার কা নগমা হ্যায়' ভেসে এল। তাঁর কণ্ঠস্বর, গায়কি ও সর্বোপরি গানের অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে গেল সবাই।
সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই মুহূর্তে ভাইরাল হয়। প্রশংসার বন্যা বইতে থাকে সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষের পক্ষ থেকে। এরকম হাজার হাজার প্রতিভা লুকিয়ে রয়েছে আমাদের দেশে, আমাদের পৃথিবীতে। উপযুক্ত সুযোগের অভাবে তাঁরা কেউই আলোয় আসতে পারেন না।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
1972 সালে 'শোর' ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে শোনা গেছিল এই গান। মনোজ কুমার ও জয়া ভাদুরী অভিনীত ছবিটি পরিচালনা করেন স্বয়ং মনোজ কুমার। লক্ষ্মীকান্ত প্যারেলালের সংগীত পরিচালনায় 'শোর' ভারতীয় সংগীত জগতকে উপহার দিয়েছিল বেশ কয়েকটি মূল্যবান গান।