মুম্বই : বলিউডের এমন অনেক ছবি রয়েছে যেগুলির একটা সময় কাজ শুরু হয়েছিল । কিন্তু, পরে আর কাজ শেষ হয়নি । আবার কখনও টাকার অভাবে কাজ বন্ধ হয়ে গিয়েছে । কিছু ছবির আবার লুক টেস্ট হওয়ার পর আর শুটিংই শুরু হয়নি । এই ধরনের অভিজ্ঞতার শিকার হতে হয়েছে একাধিক তারকাকে । আর সেই তালিকা থেকে বাদ যাননি অমিতাভ বচ্চনও ।
সম্প্রতি ইনস্টাগ্রামে 90-এর দশকের একটি ছবি পোস্ট করেন বিগ বি । ছবিতে তাঁর পরনে ডেনিম জ্যাকেট ও কালো প্যান্ট । আর সঙ্গে রয়েছে বন্দুক । বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পোশাকে তাঁর তিনটি ছবি তোলা হয়েছিল । দেখে বোঝাই যাচ্ছে যে লুক টেস্টের সময় তোলা হয়েছিল এই ছবিগুলি । কিন্তু, পরে আর ছবিটি তৈরি করা হয়নি । তবে ছবির নাম কি ছিল সেই সম্পর্কে কিছু জানাননি তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবির ক্যাপশনে অমিতাভ লেখেন, "একটা ছবি যা কখনওই তৈরি হয়নি...স্টাইল, ফোটো শুট, টাইটেল...কিন্তু কখনও তৈরি হয়নি"। এই ছবির লুক টেস্ট থেকে শুরু করে ছবির নাম, ফোটো শুট সবই করা হয়েগিয়েছিল । তবে এত কিছুর পরও তৈরি হয়নি এই ছবি । আর বিষয়টি জানতে পারার পর রীতিমতো অবাক হয়ে গিয়েছেন বিগ বির অনুরাগীরা ।
যাই হোক না কেন এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে অমিতাভের হাতে । তার মধ্যে 'ব্রহ্মাস্ত্র', 'ঝুন্ড' ও 'চ্যাহেরে' অন্যতম । এছাড়াও দীপিকা পাডুকোন ও প্রভাসের সঙ্গে একটি ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । যদিও ছবির নাম এখনও জানা যায়নি ।