মুম্বই : বিড়ালপ্রেমী আলিয়া ভাট । বাড়িতে একটা দুধ সাদা আর একটা কুচকুচে কালো বিড়াল রয়েছে তাঁর । বিড়ালের প্রেমে অভিনেত্রী এতটাই মত্ত যে, সোশাল মিডিয়াতেও ছেয়ে থাকে তাঁর এডওয়ার্ড আর জুনিপর ।
আজ সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন আলিয়া । বারান্দায় রোদ মেখে বসে রয়েছেন তিনি । অ্যা পারফেক্ট লাইটিং ফর অ্যা পারফেক্ট ফোটোগ্রাফি...তাই হাসি আর ধরছে না আলিয়ার ।
তবে ছবিটিতে একটি টুইস্ট রয়েছে । আলিয়ার হাতের পিছন থেকে উঁকি মারছে একটা ছোট্টো বিড়াল । না সত্যিকারের নয়, বিড়ালের একটি ইমোজি ব্যবহার করেছেন তিনি । লক্ষ্য করেছেন কি ?
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গতকাল রণবীর কাপুর ও আলিয়াকে মুম্বইয়ের রাস্তায় স্পট করা গেছিল । দু'জনে গৌরি শিন্ডের একটি বিজ্ঞাপনে কাজ করছেন । টোটোতে চেপে দারুণ মজায় শুটিং সারলেন দম্পতি ।
ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল । সবুজ সালওয়ার কামিজ় পরে একদম দেশি লুকে আলিয়া । অন্যদিকে রণবীরের সাজপোশাকে আভিজাত্যের ছোঁয়া । খুব তাড়াতাড়ি এই বিজ্ঞাপন দেখা যাবে টেলিভিশনের পরদায়, আশা করছেন অনুরাগীরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">