ETV Bharat / sitara

আলিয়ার নতুন ছবিতে কোনও বিড়াল দেখতে পেলেন ? - Alia Bhatt sunshine

সোশাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন আলিয়া ভাট । তবে ছবিটির মধ্যে একটা ছোট্টো টুইস্টও রয়েছে । লক্ষ্য করেছেন কি ?

Alia Bhatt sunshine
Alia Bhatt sunshine
author img

By

Published : Feb 28, 2021, 3:09 PM IST

মুম্বই : বিড়ালপ্রেমী আলিয়া ভাট । বাড়িতে একটা দুধ সাদা আর একটা কুচকুচে কালো বিড়াল রয়েছে তাঁর । বিড়ালের প্রেমে অভিনেত্রী এতটাই মত্ত যে, সোশাল মিডিয়াতেও ছেয়ে থাকে তাঁর এডওয়ার্ড আর জুনিপর ।

আজ সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন আলিয়া । বারান্দায় রোদ মেখে বসে রয়েছেন তিনি । অ্যা পারফেক্ট লাইটিং ফর অ্যা পারফেক্ট ফোটোগ্রাফি...তাই হাসি আর ধরছে না আলিয়ার ।

তবে ছবিটিতে একটি টুইস্ট রয়েছে । আলিয়ার হাতের পিছন থেকে উঁকি মারছে একটা ছোট্টো বিড়াল । না সত্যিকারের নয়, বিড়ালের একটি ইমোজি ব্যবহার করেছেন তিনি । লক্ষ্য করেছেন কি ?

গতকাল রণবীর কাপুর ও আলিয়াকে মুম্বইয়ের রাস্তায় স্পট করা গেছিল । দু'জনে গৌরি শিন্ডের একটি বিজ্ঞাপনে কাজ করছেন । টোটোতে চেপে দারুণ মজায় শুটিং সারলেন দম্পতি ।

ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল । সবুজ সালওয়ার কামিজ় পরে একদম দেশি লুকে আলিয়া । অন্যদিকে রণবীরের সাজপোশাকে আভিজাত্যের ছোঁয়া । খুব তাড়াতাড়ি এই বিজ্ঞাপন দেখা যাবে টেলিভিশনের পরদায়, আশা করছেন অনুরাগীরা ।

মুম্বই : বিড়ালপ্রেমী আলিয়া ভাট । বাড়িতে একটা দুধ সাদা আর একটা কুচকুচে কালো বিড়াল রয়েছে তাঁর । বিড়ালের প্রেমে অভিনেত্রী এতটাই মত্ত যে, সোশাল মিডিয়াতেও ছেয়ে থাকে তাঁর এডওয়ার্ড আর জুনিপর ।

আজ সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন আলিয়া । বারান্দায় রোদ মেখে বসে রয়েছেন তিনি । অ্যা পারফেক্ট লাইটিং ফর অ্যা পারফেক্ট ফোটোগ্রাফি...তাই হাসি আর ধরছে না আলিয়ার ।

তবে ছবিটিতে একটি টুইস্ট রয়েছে । আলিয়ার হাতের পিছন থেকে উঁকি মারছে একটা ছোট্টো বিড়াল । না সত্যিকারের নয়, বিড়ালের একটি ইমোজি ব্যবহার করেছেন তিনি । লক্ষ্য করেছেন কি ?

গতকাল রণবীর কাপুর ও আলিয়াকে মুম্বইয়ের রাস্তায় স্পট করা গেছিল । দু'জনে গৌরি শিন্ডের একটি বিজ্ঞাপনে কাজ করছেন । টোটোতে চেপে দারুণ মজায় শুটিং সারলেন দম্পতি ।

ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল । সবুজ সালওয়ার কামিজ় পরে একদম দেশি লুকে আলিয়া । অন্যদিকে রণবীরের সাজপোশাকে আভিজাত্যের ছোঁয়া । খুব তাড়াতাড়ি এই বিজ্ঞাপন দেখা যাবে টেলিভিশনের পরদায়, আশা করছেন অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.